নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
বিএনপি নেতা হান্নান শাহ’র মরদেহ ঢাকায় পৌঁছেছে
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র মরদেহ ঢাকা পৌঁছেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে বিএনপির এ নেতার মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। এসময় দলের এই কান্ডারির লাশ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবারের সদস্যদের মধ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান, নাতি ইরফা হান্নান ও মরহুমের নিকট আতœীয় স্বজন। এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রতি নিবেদিত ও বিশস্ত এই নেতার শেষ শ্রদ্ধা জানাতে রাত ৮টার দিকে হান্নান শাহ ডিওএসএইচের বাসায় যান।
বিমান বন্দরের হান্নান শাহ’র মরদেহ এসে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় তার ছেলে ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। উপস্থিত নেতাকর্মীদেরকেও অশ্রুসজল দেখা গেছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন