আপডেট :

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

বিড়ালের নখ কাটা নিষিদ্ধ করল ক্যালিফোর্নিয়া: গভর্নর গ্যাভিন নিউজমের স্বাক্ষরে ঐতিহাসিক আইন

বিড়ালের নখ কাটা নিষিদ্ধ করল ক্যালিফোর্নিয়া: গভর্নর গ্যাভিন নিউজমের স্বাক্ষরে ঐতিহাসিক আইন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় এখন থেকে আর কোনো বিড়ালের নখ কাটা যাবে না। গভর্নর গ্যাভিন নিউজম বৃহস্পতিবার অ্যাসেম্বলি বিল ৮৬৭ (AB 867)-এ স্বাক্ষর করার পর এ সিদ্ধান্ত আইনে পরিণত হয়েছে। প্রাণী অধিকার কর্মীরা একে প্রাণী কল্যাণের ইতিহাসে একটি “বড় বিজয়” বলে অভিহিত করেছেন।

এই আইনের মাধ্যমে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য হিসেবে বিড়ালের নখ কাটা বা ডিক্ল’য়িং (declawing) প্রক্রিয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করল। তবে চিকিৎসাগত কারণে প্রয়োজন হলে কেবলমাত্র ব্যতিক্রম হিসেবে এই অস্ত্রোপচার করা যাবে।

অ্যাসেম্বলি সদস্য অ্যালেক্স লি, যিনি বিলটি উত্থাপন করেন, বলেন—

“বিড়ালের প্রতিটি পায়ের প্রথম হাড় কেটে ফেলার এই নিষ্ঠুর প্রক্রিয়া অমানবিক ও পুরনো। ক্যালিফোর্নিয়া এখন বিশ্বকে দেখাচ্ছে, সুস্থ বিড়ালের ওপর অপ্রয়োজনীয় অস্ত্রোপচার মানবিক সমাজে কোনো স্থান পায় না।”

প্রাণী অধিকার সংস্থা In Defense of Animals জানায়, এই আইন পাশের মাধ্যমে রাজ্যটি প্রাণীদের প্রতি সহানুভূতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থাটির প্রেসিডেন্ট ড. মেরিলিন ক্রপলিক বলেন—

“ডিক্ল’য়িং কোনো নখ কাটা নয়, এটি এক ধরনের বেদনাদায়ক অঙ্গচ্ছেদ। ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে, মানবিকতার জায়গায় পশুদের কষ্টের কোনো স্থান নেই।”

বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া বিড়ালদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। এতে অনেক সময় দীর্ঘস্থায়ী ব্যথা, সংক্রমণ, আর্থ্রাইটিস, আচরণগত সমস্যা এমনকি আক্রমণাত্মক প্রবণতা দেখা দিতে পারে। অনেক বিড়াল এসব সমস্যায় ভুগে পরবর্তীতে আশ্রয়কেন্দ্রে জমা পড়েছে বলেও জানা গেছে।

তবে আইনটি নিয়ে কিছু আপত্তিও রয়েছে। ক্যালিফোর্নিয়া ভেটেরিনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন (CVMA) জানায়, এই নিষেধাজ্ঞা ডাক্তারদের চিকিৎসাগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে সীমিত করতে পারে। সংস্থার নিয়ন্ত্রক কর্মকর্তা গ্রান্ট মিলার বলেন—

“আমাদের কিছু সদস্য বিশেষ ক্ষেত্রে এই প্রক্রিয়া করেন, যেমন ক্যানসার বা রক্তপাতজনিত সমস্যায় ভুগছেন এমন বয়স্ক মালিকদের নিরাপত্তার জন্য। নতুন আইন সেই সুযোগও বন্ধ করে দিতে পারে।”

যদিও CVMA-এর সমীক্ষায় দেখা গেছে, এখন প্রায় ৮০ শতাংশ ভেটেরিনারিয়ান নিজেরাই আর বিড়ালের নখ কাটার অস্ত্রোপচার করেন না।

ক্যালিফোর্নিয়ার এই আইন অনুযায়ী, শুধুমাত্র চিকিৎসাগত প্রয়োজনেই বিড়ালের নখ কাটা যাবে—যেমন পুনরাবৃত্ত সংক্রমণ বা গুরুতর শারীরিক জটিলতা থাকলে। কসমেটিক উদ্দেশ্যে বা আঁচড় প্রতিরোধে এই অস্ত্রোপচার এখন থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই সিদ্ধান্তের ফলে ক্যালিফোর্নিয়া যুক্ত হলো নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের সঙ্গে, যারা এর আগে একই নিষেধাজ্ঞা জারি করেছিল। এর আগে রাজ্যের বেশ কিছু শহর—যেমন লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, বার্কলে, বেভারলি হিলস ও ওয়েস্ট হলিউড—নিজস্ব পর্যায়ে এই প্রক্রিয়া নিষিদ্ধ করেছিল।

প্রাণী অধিকার কর্মীরা বলছেন, এটি কেবল একটি আইন নয়, বরং সহানুভূতি ও মানবিকতার সংস্কৃতির দিকেই বড় পদক্ষেপ।

“ক্যালিফোর্নিয়া সব সময়ই প্রাণী সুরক্ষায় পথপ্রদর্শক। আজকের এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিকে আরও শক্ত করল,”—বলে এক বিবৃতিতে জানিয়েছে In Defense of Animals।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত