শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বিয়ের আগেই কিয়ারার গোপন তথ্য ফাঁস করলেন সিদ্ধার্থ
বলিউডজুড়ে এখন ব্লকবাস্টার সিনেমা পাঠান নিয়ে হইহই ব্যাপার। নানা আলোচনা সমালোচনার পর মুক্তির প্রথম দিন থেকেই একের পর রেকর্ড করছে সিনেমাটি। এরই মধ্যে বলিউড মেতেছে কিয়ারা আর সিদ্ধার্থের বিয়ে নিয়ে। তারকা জুটির জয়সলমেরে ধুমধাম করেই বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে ৪ তারিখ থেকেই। এর মাঝেই চর্চায় বর-কনের নানা গল্প।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিয়ে শুরু হয়ে গেছে। আর তা-ও যে সত্যিই হচ্ছে, কিয়ারা আডবাণীকে বিমানবন্দরে না দেখলে বিশ্বাস করা যাচ্ছিল না। এতটাই গোপনীয়তা রেখে দ্রুত সব কিছু হয়েছে যে, আগের দিন অবধি বিয়ের খবর ছিল হাওয়ায় ভাসা। কানাঘুষো শোনা যাচ্ছিল, সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে বিয়ে হচ্ছে কিয়ারার। ‘শেরশাহ’ জুটি কবে থেকে প্রেম করছেন তা নিয়েও কোনও ধারণা নেই অনুরাগীদের। কারণ যত বার তাদের রসায়ন নিয়ে প্রশ্ন করা হয়েছে, বলেছেন, পর্দার বাইরে তারা কেবলই বন্ধু। সেই বন্ধুত্বই এখন জীবনসফরে পাশাপাশি চলার প্রতিশ্রুতি নিয়ে এল।
আগামীকাল ৬ ফেব্রুয়ারি চারহাত এক হবে সিড-কিয়ারার। সে খবর মাস দুই আগে প্রকাশ্যে এলেও নিশ্চিত হওয়া গেছে। জয়সলমেরে ধুমধাম করেই বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে ৪ তারিখ থেকেই। এর মাঝেই চর্চায় বর-কনের নানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, কিয়ারার কিছু বিষয় তার ভাল লাগে না। কী সেগুলি? সকলকে অবাক করে সিদ্ধার্থকে বলতে শোনা যায়, ‘কিয়ারা অভিনীত একটাও চরিত্রও ভাল নয়।
প্রত্যেকটা সিনেমায় ও কাঁদছে। চোখে জল ছাড়া কোনও চরিত্রে দেখিনি ওকে। এটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার।’ সদ্য ‘মিশন মজনু’তে রশ্মিকা মন্দনার বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থকে। এর পরে ‘যোদ্ধা’ ছবি এবং ওটিটির প্রথম কাজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে নায়ককে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন