“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে সিমি ভ্যালি থেকে নিখোঁজ তরুণী র্যাচেল কাসটিলোর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসেবে সাব্যস্ত করেছে। এই ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
কাসটিলোর মরদেহ রবিবার (১৩ নভেম্বর) অ্যান্টিলোপ ভ্যালির প্রত্যন্ত এক অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই ঘটনায় হাউথ্রনের বাসিন্দা যারবার আলিকে (২৫) ভিক্টরভ্যালি থেকে আটক করা হয়েছে।
যারবার আলি এবং র্যাভেল কাসটিলোর ৫ বছর বয়েসী ও দুই বছর বয়েসী দুইটি সন্তান রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নিখোঁজ হোন র্যাচেল। বাড়ি ফিরে র্যাচেলের বোন বাড়িতে প্রচুর রক্ত দেখতে পান এবং র্যাচেলকে নিখোঁজ দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা প্রত্যক্ষ করে র্যাচেলকে উদ্ধার করতে অভিযান পরিচালনা করেন।
ঘটনাস্থল থেকে র্যাচেলের ব্যবহৃত ওয়ালেট, গাড়ির চাবি, গাড়ি ও মোবাইল উদ্ধার করে পুলিশ। কিন্তু র্যাচেলের খোঁজ না মিলায় অভিযান অব্যাহত রাখে পুলিশ।
পরে অ্যান্টিলোপ ভ্যালি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন