আপডেট :

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

        বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

        মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

        অরেঞ্জ কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন হাসপাতালে

        অবৈধ মাদকসেবীদের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী কি না—বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পস উদযাপনের সময় আর্টিলারির ধাতব টুকরো হাইওয়েতে, ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের গাড়িতে আঘাত

        হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

লস এঞ্জেলেসে উত্তরণ শিল্পীগোষ্ঠির শোক দিবস পালন

লস এঞ্জেলেসে উত্তরণ শিল্পীগোষ্ঠির শোক দিবস পালন

লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্পীগোষ্ঠির উদ্যোগ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত সোমবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় একটি ভেন্যুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। 
সভার শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শোনানো হয়। সভাটি পরিচালনা করেন জিয়া ইসলাম।  
জিয়া ইসলাম তার বক্তব্যে একাত্তরের ব্যাপক স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় আমার পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। পাক বাহিনীর হাতে নির্যাতিত হয়। এসময় তিনি পাক বাহিনীর বর্বর নির্যাতনের কাহিনী তুলে ধরেন। তিনি বলেন, আমি তখন ছোট ছিলাম, পরে মা-বাবার কাছ থেকে এসব শুনেছি। তিনি বলেন, পাক সেনারা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। শেখ মুজিবের ভাষণের কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণটি স্বাধীনতা সংগ্রামের ভিত রচনা করেছিল।
আলোচনা সভায় অংশ নেয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আজ মিলিত হয়েছেন আমি উত্তরণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 


এরপর বক্তব্য রাখেন উত্তরণের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ডিন্টিস্ট ডা. আবুল হাশেম বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচান করেন। তিনি বলেন, আমরা আজ শোকাহত হৃদয় নিয়ে এখানে সমবেত হয়েছি। এই মহান নেতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমরা তার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করবো। তিনি কেমন মানুষ ছিলেন, কেমন নেতা ছিলেন, জাতির জন্য তিনি কি করে গেছেন, দেশের জন্য তিনি কী করে গেছেন তা আলোচনা করবো। 
তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য দাবি দাওয়া আদায়ে সংগ্রাম করে গেছেন। এককথায় বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ৭ই মার্চের ভাষণ সম্পর্কে ডা. হাশেম বেলেন, তিনি যদি এই ভাষণ না দিতেন তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। তার এই ভাষণই সমগ্র জাতিকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছে। দীর্ঘ ৪৫ বছর পর আজও এই ভাষণ আমাদেরকে দেশপ্রেমের চেতনা জোগায়। 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের নয় তিনি ১৬ কোটি মানুষের নেতা। জাতির জনক। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ  এবং পথ ও মতে চলার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। 
লস এঞ্জেলেস আওয়ামীলীগের সবাইকে গ্রুপিং না করে এক কাতারে আসার আহ্বান জানান। লস এঞ্জেলেসে সবাই মিলে একটি বঙ্গবন্ধু পরিষদ গঠনেরও আহবান জানান। 
এসময় শর্ট নোটিশে এবং সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও যারা সভায় উপস্থিত হয়েছেন তিন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 


আওয়ামীলীগ নেতা ও সাহিত্যিক ইউনুস জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমার কয়েকবার বঙ্গবন্ধুর সাথে সরাসরি দেখা সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল। তার মতো এত কোমল হৃদয়ের মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষকে যে তিনি এত ভালোবাসতেন তা আমি খুব কাছ থেকে দেখেছি। আবার তিনি অন্যায়ের ব্যাপারে ছিলেন একেবোরে অবিচল ও আপোসহীন। 

সাবেক ছাত্রলীগ নেতা জসিম আশরাফী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এক অনিবার্য নাম শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাত সত্ত্বার চেতনার প্রতীক। তাই নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। 
তিনি আরও বলেন, ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেপ্তারের ব্যাপারে অনেকে অপপ্রচার করে। কেউ বলে, শেখ মুজিব স্বেচ্ছায় পাকিস্তানী বহিনীর কাছে আত্মসমর্পন করেছিলেন। তিনি ৭ কোটি মানুষকে ফেলে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন। এগুলো সব আসলে মিথ্য ও অপপ্রচার। বাস্তবতা হচ্ছে, ৭ই  মার্চ বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন তাহলে মুক্তিযুদ্ধ হতো না। তার সেই সাহসী ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার গোড়াপত্তন হয় । এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার চর্চা করা দরকার।  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেবারহুড সিটি কাউন্সিলর শহিদুল ইসলাম, মানিকগঞ্জ সমিতির সভাপতি আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেন, প্রবাসে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আবু হানিফা, ইকবাল হোসেন, স্বপন বাহার, বাবুল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

পাঠকের মতামত