আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় ‘প্রপ ৫০’ পাস, ডেমোক্র্যাটদের জন্য নতুন পাঁচটি আসন নিশ্চিত

        ৪৩ বছর ভুল সাজা ভোগের পর মুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির যুক্তরাষ্ট্রে নির্বাসন স্থগিত

        নিউইয়র্কের নতুন মেয়র মামদানির ঐতিহাসিক জয়, কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ

        কেনটাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৭ জন

        'খেলার নিয়ম বদলে গেছে', প্রপ ৫০ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: গ্যাভিন নিউজম

        মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই

        ‘শিক্ষা, বিতাড়ন নয়’: আইসিই হেফাজতে লস এঞ্জেলেসের রিসিডা হাইস্কুলের শিক্ষার্থী

        তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার ৬৫ বছর বয়সী শিকারি

        নিউইয়র্ক সিটি নির্বাচনে ট্রাম্পের সমর্থন কুয়োমোকে, মামদানি জিতলে অর্থ সহায়তা বন্ধের হুমকি

যাতায়াতের রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে

যাতায়াতের রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে

সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ বুড়দেও (গাঙপাড়) গ্রামের যাতায়াতের রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তা ভেঙে খাদে চলে যাওয়ায় এ পথে যাতায়াত করা মানুষজনের দুর্ভোগ বেড়েই চলছে। খুব বেশি প্রয়োজন না হলে গ্রাম থেকে কেউ বের হচ্ছেন না। স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তির অন্ত নেই। গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও কোনো ভ্রুক্ষেপ নেই। নির্বাচনের আগে অনেক জনপ্রতিনিধি রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিলেও কেউ কথা রাখেননি। তাই দক্ষিণ বুড়দেও গাঙপাড়ের মানুষের ভাঙা সড়কের দুঃখ আর ঘুচলো না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা এলজিইডির আওতাধীন রাস্তাটি ২০০১-০২ অর্থ বছরে পাকাকরণ হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে এর মেরামত হয়নি। গত বছরের ভয়াবহ বন্যায় রাস্তার কয়েক জায়গায় বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়। বর্তমানে এ রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দায়! বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার দক্ষিণপ্রান্তে গৌখালেরপাড় গ্রাম। উত্তরপ্রান্ত গিয়ে মিশেছে সিলেট- কোম্পানীগঞ্জ মহাসড়কে। মাঝখানে তেলিখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। পশ্চিমে কোম্পানীগঞ্জ গ্রামে যাওয়ার সংযোগ সড়ক। ভাঙাচোরা এ রাস্তায় অনেককে যানবাহনের পরিবর্তে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে। কোথাও সড়কে পাকা অংশের রড বেরিয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল ওয়াদুদ শিপন বলেন, দক্ষিণ বুড়দেও গাঙপাড়ের মানুষ ছাড়াও এই রাস্তা দিয়ে তেলিখাল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন নিয়মিত যাতায়াত করে থাকেন। বর্তমানে এটি বিপদজনক রাস্তায় পরিণত হয়েছে। অচেনা কেউ হঠাৎ করে এ রাস্তাটি দিয়ে গাড়ি নিয়ে এলে বিপদে পড়েন।


গ্রামের দক্ষিণপ্রান্তে বাড়ির সামনে মুদির দোকান দিয়েছেন মখলিছুর রহমান। তিনি বলেন, ভাঙা সড়কে কোন গাড়ি আসতে চায় না। তাই দোকানের মালামাল আনতে পায়ে হেঁটে উপজেলা সদরে যেতে হয়। আমাদের কষ্টের সীমা নেই।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুছ ছালাম বলেন, উপজেলা সদরের এত কাছাকাছি হওয়ার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ গ্রামের লোকজন। এটা মোটেই কাম্য নয়। দুই কিলোমিটার ভাঙা সড়ক পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়। কাঁধে করে বা পাঁজা কোলে করে রোগীদের হাসপাতালে নিতে হয়। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আব্দুছ ছালাম আরও বলেন, দক্ষিণ বুড়দেও গাঙপাড় গ্রামটি উন্নয়ন বঞ্চিত। এ এলাকার দুরবস্থা সম্বন্ধে কারও মাথাব্যথা নেই। মেম্বার-চেয়ারম্যান কেউই খবর নেয় না। তাই তিনি দুইবার মেম্বার পদে প্রার্থী হয়েছিলেন। ভবিষ্যতে সুযোগ পেলে নিজ গ্রামসহ ওয়ার্ডের উন্নয়নে অবদান রাখতে চান বলে নিজ ইচ্ছের কথাও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী বলেন, চেয়ারম্যান হওয়ার আগে প্রায় ১০ লাখ টাকা খরচ করে রাস্তাটি মেরামত করে দিয়েছিলাম। গত বন্যায় ভেঙে গেছে। ভাঙা রাস্তাটি আমি সরেজমিন পরিদর্শন করেছি। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলে সবার আগে এই রাস্তাটি করা হবে।
উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বলেন, দক্ষিণ বুড়দেও (গাঙপাড়) গ্রামীণ সড়কসহ বেশ কয়েকটি সড়কের প্রকল্প তৈরি করে এলজিইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত