আপডেট :

        মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট

        রাজশাহীতে তীব্র তাপদাহ, জনজীবন অতিষ্ঠ

        শিক্ষার্থী ভর্তি ইস্যুতে গ্রামে সং ঘ র্ষ, আ হ ত ২০ জন

        ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণে সরকারের নতুন বিধান প্রণয়ন

        উডল্যান্ড হিলস ও বেভারলি গ্রোভে ৩০ জনের বেশি গৃহহীন বাসিন্দার বসতি অপসারণ

        কোহলির অবসর সিদ্ধান্তে বিসিসিআইয়ের অনুরোধ ব্যর্থ

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া লটারি টিকিটে ২৫ মিলিয়ন ডলার জিতলেন এক সৌভাগ্যবান ব্যক্তি

        হাসিয়েন্ডা হাইটসে ট্যুর বাস ও SUV-র সংঘর্ষে নিহত ১, আহত ডজনেরও বেশি

        ট্রাম্পের সফরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনা

        যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় বন্ধুত্বপূর্ণ অগ্রগতি: ট্রাম্প

        ‘হ্যাবিয়াস করপাস’ সাময়িক স্থগিতের উদ্যোগ বিবেচনায় রাখছে ট্রাম্প প্রশাসন

        পুলিশের চিঠি নিয়ে হাসনাতের প্রতিক্রিয়া: 'আমরা অবগত নই'

        ট্রাম্পের নির্দেশ: ২০,০০০ নতুন অফিসার নিযুক্ত করে বহিষ্কার কার্যক্রম জোরদার করার পরিকল্পনা

        গণতন্ত্রের পথে হাঁটছে সরকার: রিজভী

        সংবিধান না হলে নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ

        হজ ফ্লাইট শুরু: সিলেট থেকে প্রথম উড়ান আগামী বুধবার

        ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, রূপপুর পারমাণবিক প্রকল্পে নিষেধাজ্ঞা

        স্কাই স্পোর্টসের বর্ষসেরা দলে জায়গা পেলেন হামজা চৌধুরী

        খাদ্যে কেমিক্যাল ব্যবহার বন্ধের দাবি ফরিদা আক্তারের

        ১২ কোটি টাকার অবৈধ জাল-মাছ বোঝাই নৌকা জব্দ করল নৌবাহিনী

সাফল্যের জয়ধ্বনি সিকৃবির

সাফল্যের জয়ধ্বনি সিকৃবির

কবি সুকান্ত লিখেছিলেন ‘আঠারোর শুনেছি জয়ধ্বনি’, কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষায় ও গবেষণায় ১৭ বছরেই বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের জয়ধ্বনি তুলেছে। উৎপাদনের সুযোগ থাকা সত্ত্বেও বছরের পর বছর সিলেট এলাকার অধিকাংশ জমি পতিত অবস্থায় থাকতো। দেশি জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালন, মৎস্যচাষে অযত্ন-অবহেলা গোটা সিলেট অঞ্চলের কৃষি অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হচ্ছিলো। সেই চিন্তা-চেতনা থেকেই কৃষি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষাদান, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ১৭ বছর আগে ২০০৬ সালের ২ নভেম্বর উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নত করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় শহর কেন্দ্র হতে প্রায় ৭ কিলোমিটার পূর্বে এবং রাজধানী ঢাকা থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে টিলাগড় নামক স্থানে ২০.২৩ হেক্টর (৫০ একর) জায়গা নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এছাড়াও মূল ক্যাম্পাস থেকে ১০ কিলোমিটার দূরে তামাবিল বাইপাস রাস্তার উত্তর পাশে বিকেএসপি-এর পূর্ব দিকে ৪.৯৭ হেক্টর (১২.২৯ একর) এলাকায় বহিঃক্যাম্পাস হিসেবে গবেষণা মাঠ গড়ে তোলা হয়েছে।

বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদ থেকে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। অনুষদগুলো হলো, (১) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, (২) কৃষি অনুষদ, (৩) মাৎস্যবিজ্ঞান অনুষদ (৪) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, (৫) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, (৬) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং (৭) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ।

গত ১ বছরের সাফল্য

গবেষণা হয়েছে পুরোদমে : গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য কিছু গবেষণা হয়েছে। আর এসবই সম্ভব হয়েছে আধুনিক মানের কিছু গবেষণাগার উদ্বোধন হবার কারণে। কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর ‘আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি-০১, আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি-০২ এবং পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি’ নামে ৩টি গবেষণাগার উদ্বোধন হয়েছে। ১৮ সেপ্টেম্বর পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের ‘ডায়াগনস্টিক ল্যাব’ উদ্বোধন হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ল্যাবে এখন আরো সহজে গবাদিপশু, পোষা প্রাণী ও পাখির নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এখানে রয়েছে মলমূত্র পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স রে, আলট্রাসনোগ্রাফি, ছোট অপারেশন, বন্ধ্যাত্বকরণ, খোঁজা করণ, সিজারিয়ান অপারেশনসহ অনস্পট সার্ভিসের অত্যাধুনিক সুযোগ সুবিধা। এ ছাড়া পোষা প্রাণীর বিভিন্ন রোগের প্রতিষেধক (টিকা) ও পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে প্রদান করা হচ্ছে। লাইব্রেরিতে যুক্ত হয়েছে ই-রিসোর্সেস সেন্টার। ৫ সেপ্টেম্বর বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ই-রিসোর্সেস সেন্টার উদ্বোধন করেছেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। অন্যদিকে ৮ ফেব্রæয়ারি ফিজিওলজি বিভাগের উদ্যোগে রিনোভেটেড আন্ডার-গ্র্যাজুয়েট ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে চুক্তি : গতবছরের শেষ কর্মদিবসে জার্মানির সাথে গবেষণায় যুক্ত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিককালে জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট বৈজ্ঞানিক গবেষণায় এক অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। ম্যাক্স প্ল্যাংক সোসাইটির তত্ত্বাবধানে গড়ে উঠা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে (ইনস্টিটিউট) প্রতিথযশা বৈজ্ঞানিকেরা সেখানে কাজ করে চলেছেন। টওসিমেন শহরে স্থাপিত ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর বায়োলজি টওসিমেন (Max Planck Institute for Biology Tübingen) এর সমন্বিত বিবর্তনীয় জীববিজ্ঞান বিভাগের সাথে (Department of Integrative Evolutionary Biology) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে ৪ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্যা নিউটিয়া ইউনিভার্সিটির সাথে সিকৃবির নতুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কৃষি ও বিজ্ঞান শিক্ষার অন্যতম সেরা বিদ্যাপিঠ জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এদিকে নরওয়ের ওসলো ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটি চুক্তি সম্পাদিত হয়েছে। সবগুলো চুক্তির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বহিরঙ্গনের পরিচালক ড. তিলক চন্দ্র নাথ। এসব চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও গবেষণা স্টাফ এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ তৈরি হলো। এছাড়া দুই প্রতিষ্ঠান এখন থেকে যৌথ গবেষণা, একাডেমিত লেকচার ও সিম্ফোজিয়াম এবং গবেষণার তথ্য আদান প্রদান করবে। এই চুক্তির মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিএসসি ও মাস্টার্স লেভেলে বৃত্তি সুবিধা লাভ করবে। বর্তমানে ব্লু ইকোনমি বা সমুদ্রনির্ভর অর্থনীতি বেশ সম্ভাবনাময়। যদিও বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ অথবা জীবজগৎ বিষয়ে যতটা গবেষণা হয়েছে, সমুদ্রের ভৌত, রাসায়নিক এবং ভূতাত্তি¡ক বিষয়ে এখনো ততটা গবেষণা হয়নি। বঙ্গোপসাগর সম্পর্কিত বহু বিষয় এখনো অজানা। এবার সমুদ্র নিয়ে যৌথ গবেষণায় নামছে উত্তর-পূর্বাঞ্চলের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ৩ সেপ্টেম্বর সমুদ্রবিজ্ঞান ও প্রযুক্তি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে সিকৃবি ও ঢাবি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

উদ্ভাবনী ক্যাটাগরিতে বাংলাদেশে ১ নম্বর : বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে উদ্ভাবনী পদমর্যাদায় ১ নম্বর স্থান অর্জন করেছে সিকৃবি। স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিং (SCImago Institutions Rankings: https://www.scimagoir.com/rankings.php) এর ওয়েবসাইটে সম্প্রতি এই র‌্যাংকিং প্রকাশ পেয়েছে। এছাড়াও ১১টি প্রতিষ্ঠানের মধ্যে জলজ বিজ্ঞান বিষয়েও প্রথম স্থান অধিকার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালে সারা বিশ্বের মোট ৮৪৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, সামাজিক, সামজিকতা, স্বাস্থ্য, উদ্ভাবনি প্রযুক্তি ইত্যাদি বিষয় যাচাই করে এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। সামগ্রিক র‌্যাঙ্কিং-এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে ৫ নম্বর অবস্থানে। কৃষি শিক্ষা বিষয়ক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১তম স্থান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজিপুর ৪ নম্বর স্থান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২৬তম স্থান অর্জন করেছে। সিলেটের আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২২তম স্থান অর্জন করে।

 

সিলেটে কোরিয়ার চার গবেষক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় গবেষণা কাজে অংশ নিতে সিলেটের বিভিন্ন চা বাগানে কোরিয়ার চার গবেষক তাদের কার্যক্রম চালিয়েছেন। এই চার বিজ্ঞানী হলেন চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ক্যাসিওন এস ইরম, কোরিয়ার কেডিসিএ-এর পরিচালক ড. জুং ওন জ্যু, ইন্টারন্যানাল প্যারাসাইট রিসোর্স ব্যাংকের পরিচালক ড. ডনমিন লি এবং আকে প্রতিথযশা বিজ্ঞানী হুনও কিম। তাঁরা মূলত প্রাণীদেহের ভেক্টর ও প্যারাসাইট নিয়ে কাজ করছেন। ভেক্টর একধরনের আর্থোপড জীব (যেমন মশা বা মাছি), যা একটি প্যাথোজেন বা পরজীবীকে একটি হোস্ট থেকে অন্য হোস্টে প্রেরণ করে। বিভিন্ন সংক্রামক রোগের বিস্তারে ভেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাসাইট বা পরজীবী হল একটি জীব যা অন্য জীবের মধ্যে বা তার উপর বাস করে, যাকে হোস্ট বলা হয়। প্যারাসাইট হোস্টের কাছ থেকে পুষ্টি এবং আশ্রয় গ্রহণ করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া এবং বহুকোষী জীবসহ বিভিন্ন আকারে পাওয়া যায়। কোরিয়ান চার গবেষক সিকৃবির কেডিসিএ ইয়থ ক্লাবের সহায়তায় সিলেটের দলদলি চা বাগান, খাদিমনগরসহ কয়েকটি চা বাগান পরিদর্শন করেছেন এবং প্যারাসাইট বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া তাঁরা সিলেটের চা বাগান থেকে ভেক্টর ও প্যারাসাইট সংশ্লিষ্ট তথ্য ও নমুনা সংগ্রহ করছেন এবং সেগুলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিশ্লেষণ করছেন।

কৃষি গুচ্ছের নেতৃত্ব দিলো সিকৃবি : ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ৩৫৪৮ আসনের বিপরীতে লড়বে ৮১,২১৯ জনের পরীক্ষা নিয়েছে সিকৃবি। ৫ আগস্ট এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ আসনের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমুদ্র দেখতে গিয়ে সৈকত পরিষ্কার করলো সিকৃবির শিক্ষার্থীরা : সেন্টমার্টিনে শিক্ষাসফরে গিয়ে সমুদ্র উপকূলের ময়লা আবর্জনা পরিষ্কার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল শিক্ষার্থী। গত ১২ অক্টোবর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লেভেল ৪ সেমিস্টার ২ এর শিক্ষার্থীদের একটি দল নিয়ে সিকৃবির ৩জন শিক্ষক শিক্ষাসফরে উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন। বঙ্গোপসাগরের নয়নাভিরাম চিত্র দেখতে সেন্টমার্টিন পৌঁছে এবং ১৬ অক্টোবর তারা সমুদ্র সৈকতে অনেক ময়লা আবর্জনা দেখতে পান। বিকেলেই শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা উপকূল পরিষ্কার করতে নেমে যায়। মূলত ইউএসএআইডি’র অর্থায়নে, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের, ইকোফিস ২ প্রকল্পের সেন্টমার্টিন ব্লু-গার্ড টিমের সাথে, শিক্ষাসফররত মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এই পরিষ্কার অভিযান চালিয়েছে। সেন্টমারটিন ব্লু-গার্ড টিমের ১০ জন সদস্যসহ বেশ কয়েকজন জেলে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। শিক্ষাসফরে থাকা কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ বিভাগের সহযোগী প্রফেসর ড. পার্থ প্রতীম বর্মন জনিয়েছেন, সেন্টমার্টিন সমুদ্র সৈকতের প্রায় ৩০০০০ বর্গমিটার জায়গা থেকে মোট ৭০ কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১২ কেজি প্লাস্টিক বোতল, ২০ কেজি পলিথিন, ১৫ কেজি ছেড়া জাল ও দড়ি এবং ২৩ কেজি অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।

উল্লেখ্য, এই শিক্ষাসফরটির নেতৃত্ব দিচ্ছেন সিকৃবি ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এম.এম. মাহবুব আলম, কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ বিভাগের সহযোগী প্রফেসর ড. পার্থ প্রতীম বর্মন এবং একোয়াকালচার বিভাগের সহকারী প্রফেসর মো. আবু কাওসার। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা করেছেন ইকোফিস-২ প্রকল্পের গবেষণা সহকারী মো. সোহেল রানা। এদিকে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানের কারণে সেন্টমার্টিন এলাকার মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত