আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

সমাজসেবায় অগ্রদূত হিসেবে এগিয়ে যাচ্ছে বাফলা: অরেঞ্জ কাউন্টিতে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

সমাজসেবায় অগ্রদূত হিসেবে এগিয়ে যাচ্ছে বাফলা: অরেঞ্জ কাউন্টিতে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

চ্যারিটির কাজের জন্য অর্থ সংগ্রহ করতে বিভিন্ন এলাকায় আউটরিচ ফান্ড রাইজিং ডিনার আয়োজন করছে ক্যালিফোর্নিয়ার সর্ববৃহৎ বাংলাদেশি প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’। এরই ধারাবাহিকতায় সম্প্রতি লস এঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টিতে এক ফান্ড রাইডিং ডিনার আয়োজন করে সংগঠনটি।

১১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় প্যারিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ডিনারে অরেঞ্জ কাউন্টির আশপাশের এলাকার প্রবাসীরা অংশগ্রহণ করেন। এসময় চ্যারিটির ফান্ডে প্রবাসীদের কাছ থেকে প্রায় ৬ হাজার ডলার সংগৃহীত হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী ও বক্তারা বাফলার মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।


বাংলাদেশ, আমেরিকার জাতীয় সংগীত ও বাফলার থিম সংয়ের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন প্রজন্মের আমেরিকান বাংলাদেশি সাকিব আলম। তিনি তাঁর বক্তব্যে বাফলার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাফলা চ্যারিটির মাধ্যমে দেশের এইসব কাজে নতুন প্রজন্ম দেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাফলার কাজ দেখে নিজেরাও দেশের মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে। এজন্য তিনি বাফলা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে বাফলার সব সামাজিক কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাফলা প্রেসিডেন্ট নজরুল আলম তাঁর বক্তব্যে বলেন, আপনারা অবশ্যই জানেন যে, চ্যারিটির কাজে পাশাপাশি প্রতি বছর লস এঞ্জেলেসে বর্ণিল আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভল আয়োজন করে বাফলা। লস এঞ্জেলেসের প্রধান সড়ক বন্ধ করে বিশাল এই প্যারেডে বাংলাদেশিরা নিজের দেশের পতাকা নিয়ে যে শোভাযাত্রা করে তা ক্যালিফোর্নিয়া তথা আমেরিকায় অদ্বিতীয়। এতে মার্কিন সিনেটর, লস এঞ্জেলেস সিটি মেয়র, কাউন্সিল ম্যান এবং এলএপিডির উর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ থেকে বিশিষ্ট শিল্পীদের আগমন ঘটে। ২০১৯ সালের এই উৎসবটি আগামী ৩০ ও ৩১ মার্চ  অনুষ্ঠিত হবে। এতে ওরেঞ্জ কাউন্টির সকল প্রবাসীদের আমন্ত্রণ জানান বাফলা সভাপতি।  


অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরী। তিনি বাফলার চলমান বিভিন্ন চলমান প্রজেক্ট প্রমাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাবর সামনে তুলে ধরেন।

দেশ-বিদেশে বাফলার বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম তুলে ধরে শিপার চৌধুরী বলেন, বাফলার উদ্যোগে গত বছর দেশে ৩ জন অসহায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে পূনর্বাসন করা হয়েছে। এতে প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়।এছাড়া নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া নওগাঁ জেলার বটতলী গ্রামের ২০টি পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছে বাফলা। শিপার চৌধুরী আরও জানান, দেশে শিক্ষা উন্নয়নেও কাজ করছে বাফলা। বাফলা চ্যারিটির উদ্যোগে দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসহায় দরিদ্র ৫ জন শিক্ষার্থীর পড়ালেখার সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে। যা তাদের ৫ বছরের অনার্স-মাস্টার্স কোর্স পর্যন্ত চালু রাখা হবে। এছাড়াও মানিকগঞ্জে একটি প্রতিবন্দ্বী স্কুলের বাচ্চাদের এক বছরের টিফিনের জন্য টাকা প্রদান করেছে বাফলা।
বাফলা চ্যারিটির আরেকটি সমাজসেবামূলক কাজ হচ্ছে লস এঞ্জেলেসে অস্বচ্ছল প্রবাসীদের জন্য কবর ক্রয়। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, আমাদের প্রবাসীদের কেউ মারা গেলে অনেকে কমিউনিটতে লাশ দাফনের জন্য সহযোগিতা চান- এই অবস্থায় সহায়তার জন্য বাফলা মোনরোভিয়াতে ১০টি কবর ক্রয় করেছে। যার অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার ডলার। আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের কেউ মারা গেলে তার জন্য বিনা মূল্যে এই করব দেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন চ্যারিটি কার্যক্রম প্রবাসীদের মাঝে তুলে ধরেন শিপার চৌধুরী।

এসময় বাফলা চ্যারিটির আরেকটি নতুন প্রজেক্টের কথা জানান। তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক দূষণের কবলে পড়া মানুষদের সহায়তায় একটি  প্রজেক্ট হাতে নিয়েছে বাফলা। ইতোমধ্যে রাজশাহী ও সাতক্ষীরাতে দুটি আধুনিক পাম্প স্থাপনের কাজ চলছে। এই পাম্পগুলোতে নিয়মিত পানি উঠানোর পাশাপাশি প্রায় ১০০০ লিটার পানি মজুত করে রাখা যায়। প্রতিটি পাম্প থেকে প্রতিদিন ৫০০-৬০০ পরিবার বিশুদ্ধ পানি পাবে। এলাকাবাসী জানিয়েছেন, এই এলাকায় মাত্র ২/১টি পুকুর রয়েছে কিন্তু শুকনো মৌসুমে  এগুলোতে পানি থাকে না। আর টিউবওয়েলগুলোতে উঠে আর্সেনিকযুক্ত পানি। তাই এই পাম্প দুটি স্থাপন হলে এই দুই গ্রামের মানুষ বিশুদ্ধ পানি খেতে পারবে।

শিপার চৌধুরী আরও বলেন, এভাবে একের পর এক প্রজেক্ট নিয়ে বাফলা সমাজসেবার অগ্রদূত হিসেবে মানবিক কাজের স্বপ্নযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে।


শিপার চৌধুরীর বক্তব্যের পর প্রবাসীরা বলেন, তাঁর বক্তব্যের মাধ্যমে বাফলা সম্পর্কে আমদের ধারণা আরও স্পষ্ট হলো। আমরা বাফলার এসব কার্যক্রমে মুগ্ধ। প্রবাসীরা সবসময় বাফলার সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই আউটরিচ ফান্ড রাইজিং ডিনারের অর্গানাইজার ছিলেন খন্দকার আলম, স্কোয়াড্রন লিডার জামান, রফিকুল হক (রাজু), আলী আকবর, জিল্লুর রহমান (নিরু), রেজাউল করিম, মোহাম্মদ রহমান (রাজু) ও জিলানী সাদিক।   
ডিনার শেষে ছোট্ট পরিসরে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফান্ড রাইজিং ডিনারে বিপুল সংখ্যক প্রবাসী স্বত:স্ফুর্তভাবে উপস্থিত হন।

এর আগে সান বার্ডিনো কাউন্টিতে অনুষ্ঠিত আউটরিচ ফান্ড রাইজিং ডিনারে ৭ হাজার ডলার এবং লস এঞ্জেলেসে অনুষ্ঠিত বার্ষিক ফান্ড রাইজিং ডিনারে প্রায় ৩০ হাজার ডলার সংগৃহীত হয়।

উল্লেখ্য, বাফলা একটি ট্যাক্স ফ্রি 501(c)(3) সংগঠন। বাফলা চ্যারিটিতে জাকাতের টাকাও গৃহিত হয়। আপনারা কেউ চাইলে মেইলের মাধ্যমে লসে এঞ্জেলেসে বাফলার অফিসে চেক প্রদান করতে পারেন। এছাড়াও  অনলাইনে বাফলার ওয়েবসাইটের মাধ্যমে চ্যারিটি ফান্ডে অর্থ প্রদান করা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত