গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
বাংলাদেশের স্বাধীনতাকে ব্যাঙ্গ করে ভারতের বিজ্ঞাপন
মওকা মওকা নামের বিজ্ঞাপনে ভারত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করেছে
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ- ভারত ম্যাচ নিয়ে নানা ধরনের বিতর্ক
সৃষ্টি করছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশকে তাচ্ছিল্য করা মুললক্ষ্য। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কসৃষ্টি করছে দেশটির বিজ্ঞাপন বিতর্ক নির্মাতারা।পেপসি পানীয় নিয়ে- বাংলাদেশ ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচনিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন বানিয়েছে ভারত। এইবিজ্ঞাপনে দেখা যায়- ‘বুকে ইন্ডিয়া লেখা এক ছেলের বাসায়কলিংবেল বাজছে।ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশলেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাতে পূজার ফুল ওপ্রসাদ। তারপর বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালেরদিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্রআছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা” 1971, India created Bangladesh” অর্থাৎ ১৯৭১সালে বাংলাদেশকে ইন্ডিয়া তৈরী/স্বাধীন করেছে।
এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুলদিয়ে প্রণাম করে চলে যায়।’মূলত বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনালেরআগে বাংলাদেশকে অপমানিত করার জন্যই এই বিজ্ঞাপনবানিয়ে ইউটিউবে ছেড়েছে ভারতের পেপসি কোম্পানি।বিজ্ঞাপনটি হলোআর এই নিয়েই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশপ্রেমিকবাংলাদেশীরা কিছুতেই মানতে পারছে এই অপমানজনক বিজ্ঞাপন।ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk
News Desk
শেয়ার করুন