ইফাত রাজস্ব কর্মকর্তারই ছেলে, জানালেন এমপি নিজাম
রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এবার ইফাতের আসল পরিচয় তুুলে ধরলেন তারই মামা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই হচ্ছে তার বাবা।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে ইত্তেফাক ডিজিটালকে মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
এমপি নিজাম উদ্দিন হাজারী বলেন, ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই দ্বিতীয় পক্ষের ছেলে এবং তার ভগ্নিপতি। সম্ভবত, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানেও অংশ নেন।
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের দুলা মিয়া কাজি বাড়ি ইফাতের নানা বাড়ি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ইফাত তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এদিকে ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন