ফ্রান্সে 'মুসলিমবিদ্বেষী' আইনের খসড়া প্রকাশ
"ইসলামপন্থী উগ্রবাদ' মোকাবেলার লক্ষ্যে কড়া আইন করতে যাচ্ছে ফ্রান্স সরকার। বুধবার এই আইনের খসড়া প্রকাশিত হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলায় পার্লামেন্টে এই বিল তোলা হবে।এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই আইনের মাধ্যমে ফ্রান্সের মুসলিমানরা বৈষম্যের শিকার হবে।
জানা গেছে, ফ্রান্সের মসজিদগুলিতে কীভাবে অর্থ আসছে, তা দেখা হবে। এছাড়া মসজিদগুলোকে প্রার্থনার স্থান হিসেবে রেজিস্টার করতে হবে। এছাড়া ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসা হবে। তবে এই আইনের কোথাও মুসলমান এবং ইসলাম শব্দের ব্যবহার করেনি ফ্রান্স সরকার।
আইনের খসড়ার বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স দাবি করেছেন যে কোনো ধর্মের বিপক্ষে গিয়ে এই আইন করা হচ্ছে না। একটি সংবাদ সম্মেলনে ক্যাসটেক্স বলেন, বিচ্ছিন্নতাবাদ খুবই বিপজ্জনক কারণ এটি বিভক্ত করে এবং ঘৃণা ও হিংস্রতা ছড়ায় ।
শেয়ার করুন