আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

        বস্টনে কয়েক দেশের অভিবাসীদের নাগরিকত্ব শপথ স্থগিত

        মেট্রো কমিটি ৯১ ফ্রি‌ওয়ে প্রসারণের জন্য ৭ মিলিয়ন ডলার অনুমোদন করেছে

        ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার প্রতারণা: ৭৩ বছরের নারীকে খুঁজছে এফবিআই

ইলেক্টোরাল ভোটের ফাঁদে হিলারি-ট্রাম্প

ইলেক্টোরাল ভোটের ফাঁদে হিলারি-ট্রাম্প

ক্তরাষ্ট্রে রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আর দুদিন পর। দেশটিতে ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

প্রেসিডেন্ট পদে ভোটযুদ্ধে নেমেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যান্যবারের চেয়ে এবার নির্বাচন ভিন্ন এক মাত্রা ও গতি পেয়েছে।

কারণ, দুই প্রতিদ্বন্দ্বীর একজন নারী। যুক্তরাষ্ট্রে এর আগে প্রেসিডেন্ট পদে কোন নারী প্রার্থী ছিলেন না। হিলারি ক্লিনটন জয়ী হলে দেশটি এই প্রথম একজন নারী প্রেসিডেন্ট পাবে।

নির্বাচন একেবারে দরজার কাছে আসায় ভোটযুদ্ধ বেশ জমে উঠেছে। এর আগে বিতর্কে এবং জনমত জরিপে বেশিরভাগ হিলারি ক্লিনটনের পক্ষেই সমর্থনের পাল্লা ভারী দেখা গেছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতি সমর্থনের পাল্লা ভারী হয়ে ওঠায় ট্রাম্প শিবির সম্ভাবনার আলো দেখতে পাচ্ছে। ফলে তারা শেষ মুহূর্তের প্রচারে একেবারে জানপ্রাণ ঢেলে দিয়েছেন।

অন্যদিকে থেমে নেই হিলারি শিবিরও। এক যুগ আগে থেকেই প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনের প্রার্থীতা নিয়ে গণমাধ্যমগুলো ছিলো সরব। এবার ভোটের ময়দানে থেকে হিলারি গণমাধ্যমকে ভরিয়ে রেখেছেন। নির্বাচনে জয়লাভের প্রত্যাশায় তিনি মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ময়দানে চমক থাকে। জল্পনা কল্পনা, জরিপ যতই হোক না কেন ভোটারদের ভোটে শেষ পর্যন্ত যে ফল দাঁড়ায় তা সবাইকে অবাক করে দেয়। নির্বাচনী সংশ্লিষ্ট পূর্বাভাসের সঙ্গে ভোটের ফল মিলেছে- এমন নজির কমই আছে।

দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর প্রয়োজন পড়ে ২৭০টি ইলেক্টোরাল ভোট। আর এই ইলেক্টোরাল ভোট আসে অঙ্গরাজ্যগুলো থেকে। কোনো কোনো রাজ্যে ইলেক্টোরাল ভোট অন্য রাজ্যের তুলনায় বেশি। অর্থাৎ ইলেক্টোরাল কলেজের বিশাল ভুমিকা দেখা যায় নির্বাচনে। 

যে ইলেক্টোরাল কলেজগুলোর ওপর হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয় নির্ভর করছে, তার মধ্যে এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য হচ্ছে নর্থ ক্যারোলাইনা রাজ্য। এখানে ১৫টি ইলেকটোরাল ভোট খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহে এই অঙ্গরাজ্যে ভোটার সমর্থকের দিক থেকে হিলারি ক্লিনটন এগিয়ে ছিলেন।

কিন্তু সর্বশেষ কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের চালানো এক জরিপের ফলে দেখা গেছে, এখানে ট্রাম্পের প্রতি সমর্থন বেড়ে গেছে। ভোটের মাত্র দুদিন আগে দেখা যাচ্ছে এই রাজ্যে হিলারি ও ট্রাম্পের প্রতি সমর্থন যথাক্রমে ৪৮ ও ৪৬ শতাংশ। আর এখন এই রাজ্যই ভোট জেতার জন্য ইস্কাপনের টেক্কা।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পকে জিততেই হবে। এখানে যদি তিনি জয় না পান তাহলে হিলারির সঙ্গে তাঁর যে ব্যবধান আছে, তা ঘোচানো সম্ভব হবে না। কারণ, অনেক নির্বাচনেই দেখা গেছে পেনসিলভানিয়া, উইনকনসিন, নেভাডা, কলোরাডো ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে জয় পাওয়া প্রার্থীদের জন্য নর্থ ক্যারোলাইনার চেয়েও কঠিন।

এই রাজ্যগুলোয় সমর্থকদের মতিগতি আগে থেকে অনুমান করা সম্ভব হয় না। অবশ্য ট্রাম্পের জন্য সুখবর হলো যে, নর্থ ক্যারোলাইনা রিপাবলিকানদের ঘাঁটি হিসেবেই পরিচিত। এ ছাড়াও ট্রাম্পকে জয়ী হতে হবে ফ্লোরিডা, ওহাইও এবং আইওয়া অঙ্গরাজ্যে।

গণমাধ্যমে হিলারি ক্লিনটনের উপস্থিতি শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের তুলনায় অনেক বেশি ছিলো। কিন্তু সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল ভোট ব্যাংক হিসেবে বিবেচিত অঙ্গরাজ্যগুলোর কোনো কোনোটিতে ট্রাম্প এগিয়ে আছেন। কোথাও আবার হিলারির সমান্তরালে রয়েছেন।

সিএনএন-এর প্রকাশ করা নতুন ইলেক্টোরাল মানচিত্রে দেখা যাচ্ছে হিলারির অনুকূলে রয়েছে ২৬৮ ভোট আর ট্রাম্পের অনুকূলে আছে ২০৪ ভোট। অন্যদিকে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে হিলারির অনুকূলে ইলেক্টোরাল ভোট রয়েছে ২৭০-এর বেশি। কিন্তু ট্রাম্প সার্বিকভাবে হিলারির তুলনায় মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছেন। আর এতেই ট্রাম্প শিবিরে ফুটে উঠেছে আশার আলো।

ভোটাভুটির দু’দিন বাকি কিন্তু এরই মধ্যে ২ কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়ে ফেলেছেন। মোট ভোটারের ৪০ শতাংশ এবার আগাম ভোট দিয়ে ফেলবেন বলে ধারণা করা হচ্ছে। এই আগাম ভোটের ওপরও অনেকখানি নির্ভর করে চুড়ান্ত ভোটের ফল।

হিলারির নির্বাচনী পরামর্শকরা ধারণা করেছিলেন, তৃণমূল পর্যায়ে শক্তিশালী ব্যবস্থাপনার কারণে হিলারি ক্লিনটন আগাম ভোটে এগিয়ে থাকবেন। কিন্তু গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজগুলোতে শেষ পর্যন্ত তা দেখা যায়নি। তিনি ভোটারদের সমর্থণ যথেষ্ট আদায় করতে সক্ষম হননি।

নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে হিলারির অনুকূলে অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির অনুকূলে আফ্রিকান-আমেরিকানদের সম্ভাব্য ভোটের পরিমাণ আগের দুটি প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। অন্যদিকে শ্বেতাঙ্গ ভোটারদের অংশগ্রহণ বেড়েছে ১৫ শতাংশ। তবে এর বেশিরভাগই ট্রাম্প অর্থাৎ রিপাবলিকান পার্টির অনুকূলে।

 হিলারির জন্য আশার কথা যে, হিস্পানিক ভোটাররা তার অনুকূলে রয়েছেন। হিলারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নেভাডা ও অ্যারিজোনায় জরিপের ফলে দেখা যাচ্ছে তার অনুকূলে হিস্পানিকদের ভোট আগের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

 কে হবেন জয়ী, হিলারি না ট্রাম্প– এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে। জরিপের ফলে ডোনাল্ড ট্রাম্পের শিবির এগিয়েছে ঠিক কিন্তু দু’দিন পর ভোটাররাই সব জল্পনা কল্পনার অবসান ঘটাবেন। আর সেই পর্যন্ত থাকতে হবে অপেক্ষায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত