আমেরিকার সর্বোচ্চ ১৬০ কোটি ডলারের পাওয়ারবল জ্যাকপট লটারি বিজয়ী তিনজন
আমেরিকার সবচেয়ে বড় লটারির তিনজন বিজয়ী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেড়শ কোটি ডলার মূল্যের বা প্রায় ১২শ কোটি টাকা সমপরিমাণের রেকর্ড এই পাওয়ারবল জ্যাকপটের ড্র নাম্বারের তিনটি টিকেট বিক্রি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এঞ্জেলেস, টেনেসি, আর ফ্লোরিডায় ওই টিকেট তিনটি বিক্রি হয়েছে। যদিও এখনো কোন দাবিদারকে পাওয়া যায়নি।
আমেরিকায় এর আগে এত বড় অংকের আর কোন লটারি হয়নি ড্র-র আগে লটারি বিক্রির দোকানগুলোয়
ছিল ক্রেতাদের লম্বা লাইন। আমেরিকায় এর আগের বড় লটারিটি ছিল ৬৫৬ মিলিয়ন ডলারের। সেটির বিজয়ীও ছিলেন তিনজন। বিজয়ীরা চাইলে এই অর্থ ২৯ বছর ধরে বাৎসরিক ভিত্তিতে নিতে পারবেন। অথবা এককালীনও নেয়া যাবে। যদিও পুরো অর্থের উপরই ফেডারেল এবং স্টেটের ট্যাক্স কেটে নিতে পারবে।
(এল এ বাংলাটাইমস)
১৬০ কোটি ডলার মূল্যের বা প্রায় ১২শ’ কোটি টাকা সমপরিমাণের রেকর্ড এই পাওয়ারবল জ্যাকপটের ড্র নাম্বারের তিনটি টিকিট বিক্রি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। লটারির বিজয়ী নম্বর হচ্ছে- ৪, ৮, ১৯, ২৭ ও ৩৪। অ্যাঞ্জেলস, টেনেসি, আর ফ্লোরিডায় ওই টিকিট তিনটি বিক্রি হয়েছে। এক কর্মকর্তা বৃহস্পতিবার টুইটে বলেন, এটি আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে যে, বুধবার রাতের ড্র এ
তিনটি জ্যাকপট বিজয়ী টিকিট বিক্রি হয়েছে। সৌভাগ্যবান বিজয়ীরা অ্যাঞ্জেলস, ফ্লোরিডা ও টেনেসির নাগরিক। যুক্তরাষ্ট্রে এর আগে এত বড় অংকের আর কোনো লটারি হয়নি। ড্র-র আগে লটারি বিক্রির দোকানগুলোয় ছিল ক্রেতাদের লম্বা সারি। যুক্তরাষ্ট্রে এর আগের বড় লটারিটি ছিল ৬৫৬ মিলিয়ন
ডলারের। সেটির বিজয়ীও ছিলেন তিনজন। বিজয়ীরা চাইলে এই অর্থ ২৯ বছর ধরে বাৎসরিক ভিত্তিতে নিতে পারবেন। অথবা এককালীনও নেয়া যাবে।
ক্যালিফোর্নিয়া লটারি টুইটে বলা হয়, ‘ক্যালিফোর্নিয়ায় আমরা একজনকে বিজয়ী হিসেবে পেয়েছি। এই নম্বরের একটি টিকিট চিনো হিলসে বিক্রি হয়েছে। এখন অন্য অঙ্গরাজ্যগুলো থেকে ফল পাওয়ার অপেক্ষা করছি আমরা।’ গত ৭ নভেম্বর থেকে চার কোটি ডলার মূল্যমানের এই লটারির যাত্রা শুরু। এর মধ্যে ২০টির মতো ড্র হলেও কোনো জয়ী পাওয়া যায়নি। তাই যতই দিন যাচ্ছিল, এই লটারি ঘিরে মানুষের আগ্রহ বাড়ছিল। মানুষের আগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বিক্রি। রীতিমতো লটারি-জ্বরে আক্রান্ত হয়েছিল মার্কিনিরা। গত শনিবারও এই লটারির ড্র হয়। তখন এর মূল্যমান ছিল ৯০ কোটি ডলার। সেদিন কোনো জয়ী না পাওয়ায় বুধবার আবার ড্রয়ের দিন নির্ধারণ করা হয়। এবার এর মূল্যমান বেড়ে প্রায় ১৬০ কোটি ডলার হয়ে যায়। লটারিটি পাওয়ারবল গেম গ্র“পের প্রধান গ্যারি গ্রিফ বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে এই লটারি।’ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৪টিতে এবং তিনটি সীমানায় এই ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বুধ ও শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৯ মিনিটে এই ড্র অনুষ্ঠিত হয়। এ নিয়ে লস এঞ্জেলেসের সকল কমিউনিটির মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছেন পূর্ণাঙ্গ ফলাফল দেখার জন্য।
->ভাল লাগলে শেয়ার করুন।
শেয়ার করুন