কলেজ অফ দ্য ক্যানিয়নে নারীদের বাথরুমে গোপনে ভিডিও ধারণ, সন্দেহভাজনের ছবি প্রকাশ
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার ভ্যালেন্সিয়ার কলেজ অফ দ্য ক্যানিয়নস-এর নারী শৌচাগারে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সন্দেহভাজন ব্যক্তি অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত অন্তত দুইবার এই কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি আলোচনায় আসে যখন এক ভুক্তভোগী নিজের অভিজ্ঞতার একটি ভিডিও অনলাইনে পোস্ট করেন।
তিনি জানান, “আমি বাথরুম ব্যবহার করার সময় নিচে তাকিয়ে দেখি, একটি ফোন স্টলের নিচ দিয়ে আমার ভিডিও করছে। আমি চিৎকার দিই এবং দেখি, এটি একটি পুরুষ যে শেষ স্টলে লুকিয়ে ছিল, নারীদের ভিডিও করার জন্য।”
পুলিশের প্রকাশিত ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে কালো পোশাক ও হুডি পরিহিত অবস্থায় দৌড়ে পালাতে দেখা যায়।
যদি আপনি এই অপরাধের শিকার হয়ে থাকেন বা এ সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে ডিটেকটিভ মারিনেলি-এর সাথে যোগাযোগ করুন: ৬৬১-২৮৭-৫৬৩৭। গোপনীয়ভাবে তথ্য দিতে চাইলে ক্রাইম স্টপার্স-এর নম্বরে ৮০০-২২২-৮৪৭৭ কল করুন অথবা তাদের ওয়েবসাইটে যান।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন