আপডেট :

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

ট্রাম্প প্রশাসন পুরনো অভিবাসন মামলা আবার খুলছে, মৃত ব্যক্তির বিরুদ্ধেও পদক্ষেপ

ট্রাম্প প্রশাসন পুরনো অভিবাসন মামলা আবার খুলছে, মৃত ব্যক্তির বিরুদ্ধেও পদক্ষেপ

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বৈধভাবে বসবাস ও কাজ করে আসা হাজারো অভিবাসী ভেবেছিলেন, তাদের মামলা স্থগিত থাকায় তারা বহিষ্কারের ঝুঁকিমুক্ত। কিন্তু ট্রাম্প প্রশাসন আবারও এসব পুরনো মামলা খুলে অভিবাসীদের বৈধ মর্যাদা কেড়ে নিচ্ছে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ব্যাপক বহিষ্কার কার্যক্রম আরও জোরদার করছে।

ক্যালিফোর্নিয়ার অভিবাসন আইনজীবীরা দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, সরকার এমনকি যাচাইও করছে না যে যাদের মামলা পুনরায় খোলা হচ্ছে তারা জীবিত কিনা—আইনি সুরক্ষা পাওয়া তো দূরের কথা।

উদাহরণ হিসেবে, নির্মাণকর্মী হেলারিও রোমেরো আরসিনিয়েগার মামলা একজন অভিবাসন বিচারক আগেই বন্ধ করেছিলেন। তিনি একবার ধাতব স্প্রিংকলার হেড দিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং অপরাধের শিকারদের জন্য বিশেষ ভিসার যোগ্য ছিলেন। কিন্তু চলতি বছরের শুরুতে সরকার আবারও তার মামলা খুলে দেয়, অথচ এলএ কাউন্টি করোনারের তথ্যমতে তিনি জানুয়ারিতেই মারা গিয়েছিলেন।

অভিবাসন আইনজীবী প্যাট্রিসিয়া কোরালেস বলেন, “তারা তাদের কাজ ঠিকমতো করে না। এভাবে মামলা পুনঃতালিকাভুক্ত করতে গিয়ে তারা মারাত্মক অবহেলা করছে।” কোরালেস, যিনি আগে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস ও DHS-এ অ্যাটর্নি ছিলেন, জানান এসব পদক্ষেপ আসলে “বয়লারপ্লেট মোশন”—যেখানে DHS আদালতে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেয়।

তিনি জানান, DHS গত ১০ জুলাই একটি মোশন দাখিল করেছিল, কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি তার মক্কেল জীবিত আছেন কিনা, কোথাও সরে গেছেন কিনা, এমনকি মৌলিক তথ্যও যাচাই করা হয়নি।

আরেক ঘটনায়, আদান রিকো—যিনি সদ্য বাবা হয়েছেন এবং HVAC টেকনিশিয়ান হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন—জানতেই পারেননি তার বহিষ্কার মামলা আবার খোলা হয়েছে। তার আগের আইনজীবী মারা গিয়েছিলেন, এবং মেয়ের ফোন কল না পেলে তিনি বিষয়টি জানতেই পারতেন না। রিকো বলেন, “হোমল্যান্ড সিকিউরিটি কখনোই আমাকে কোনো নোটিশ দেয়নি।”

DHS-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন “আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করছে” এবং বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন মামলাগুলো অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করে অপরাধীদের দেশে অবৈধভাবে থাকতে দেওয়ার জন্য।

তবে কোরালেস জানান, রিকো ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (DACA)-এর অধীনে বহিষ্কার সুরক্ষায় আছেন, যা ২০২৭ সালের আগে নবায়নের প্রয়োজন হবে না।

এই বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন কার্যত ১০ লাখের বেশি অভিবাসীর বৈধ মর্যাদা বাতিল করেছে। এতে এমনকি যারা নিয়ম মেনে আইসিই চেক-ইন, আদালতের শুনানি এবং অভিবাসন দপ্তরের অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন, তারাও সহজে গ্রেফতার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

অভিবাসন আদালত ফেডারেল জেলা আদালতের মতো স্বাধীন নয়; এগুলো অ্যাটর্নি জেনারেলের অধীনে পরিচালিত হয়। DHS অনেক ক্ষেত্রে আদালতে গিয়ে মামলাগুলো খারিজের আবেদন করছে, আর বিচারকদের সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করতে বলা হচ্ছে। এতে অভিবাসীরা বহিষ্কারের আওতায় চলে আসছেন, এবং দেশজুড়ে আদালতকক্ষ থেকে মুখোশধারী আইসিই এজেন্টদের মানুষ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেলি স্টাম্প এসব গ্রেফতারকে “আদালতের দুর্নীতি” আখ্যা দিয়ে বলেছেন, “এগুলো বিচার ব্যবস্থাকে ন্যায়বিচারের ফোরাম থেকে গণ-বহিষ্কারের যন্ত্রে পরিণত করছে।”

গত এপ্রিল মাসে ইওআইআরের ভারপ্রাপ্ত পরিচালক সিয়ার্স ই. ওউইন বহিষ্কার প্রক্রিয়া স্থগিত রাখাকে “বাস্তবিক অর্থে সুবিধাসহ সাধারণ ক্ষমা” বলে উল্লেখ করেন। তার তথ্যমতে, এপ্রিল পর্যন্ত প্রায় ৩,৭৯,০০০ মামলা অভিবাসন আদালতে প্রশাসনিকভাবে বন্ধ ছিল, যা ইতিমধ্যেই ৪ মিলিয়নের বেশি মামলার জট আরও বাড়িয়েছে।

আইনজীবী এডগার্দো কুইন্টানিলা জানান, তিনি ২০১০-এর দশকের মামলাসহ ৪০টি মামলা পেয়েছেন। “মানুষের সবসময় আশঙ্কা থাকে যে আদালতে গেলে তারা গ্রেফতার হতে পারে, আর বর্তমান পরিস্থিতিতে এ আশঙ্কা যথার্থ,” তিনি বলেন।

অন্য আইনজীবী মারিয়েলা কারাভেত্তা জানান, গত এক মাসে তার প্রায় ৩০ জন মক্কেল নতুন করে সরকারের টার্গেটে পড়েছেন, যাদের মামলা প্রায় এক দশক ধরে স্থগিত ছিল। আইনের নিয়মে তার হাতে জবাব দেওয়ার জন্য মাত্র ১০ দিন সময় থাকে, ফলে স্থান পরিবর্তন করা ক্লায়েন্টদের খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

“মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না,” তিনি বলেন। “এটি খুবই অন্যায্য, কারণ এই মামলাগুলো ১০ বছর ধরে অচল অবস্থায় ছিল।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত