আপডেট :

        পলাতক পুলিশ কর্মকর্তাদের শাস্তি: সরকার প্রত্যাহার করল সম্মাননা

        ইনকগনিটো মোডের সীমাবদ্ধতা: যা আপনার জানা দরকার

        টাস্টিনে রুমমেটকে গুলি করে হত্যা, অভিযুক্ত অফ-ডিউটি শেরিফের ডেপুটি

        বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টির মুগ্ধতা, মিস করবেন না!

        দরিদ্র বাসিন্দাদের ইবিটি কার্ড স্কিমিং করে লাখো ডলার চুরি, রোমানিয়ান নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

        পৃথিবীর চেয়েও প্রাচীন উল্কাপিণ্ড মার্কিন বাড়িতে আছড়ে পড়েছে

        জাতিসংঘে নতুন উপপ্রতিনিধি হিসেবে মনোনীত সাবেক ফক্স নিউজ উপস্থাপক ট্যামি ব্রুস

        নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলিবর্ষণ: কিশোর গ্রেপ্তার, আহত ৩

        দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা ২০% কমলো পুরুষ জনশক্তির ঘাটতির কারণে

        লস এঞ্জেলেসে ভয়াবহ দাবানল: হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

        মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতার প্রত্যাশা

        শাওনের তীক্ষ্ণ মন্তব্য: তিশাকে বললেন ‘নাটক কম করো

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে ড্র: বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই

        শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিল সরকার

        প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন আর শিক্ষার্থীরা পরীক্ষার হলে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে

        মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে ছাড় দেওয়া হবে না কাউকেই : ধর্ম উপদেষ্টা

        ভোটার তালিকায় বিশাল গরমিল: তিন লাখের ঠিকানা অনুপস্থিত

        ভ্যালির উবার চালকেরা বেতন কমে যাওয়ায় রাইড নেওয়া কমাচ্ছেন

        ট্রাম্প প্রশাসন পুরনো অভিবাসন মামলা আবার খুলছে, মৃত ব্যক্তির বিরুদ্ধেও পদক্ষেপ

        লস এঞ্জেলেস জুড়ে অভিবাসন অভিযান অব্যাহত

ট্রাম্প প্রশাসন পুরনো অভিবাসন মামলা আবার খুলছে, মৃত ব্যক্তির বিরুদ্ধেও পদক্ষেপ

ট্রাম্প প্রশাসন পুরনো অভিবাসন মামলা আবার খুলছে, মৃত ব্যক্তির বিরুদ্ধেও পদক্ষেপ

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বৈধভাবে বসবাস ও কাজ করে আসা হাজারো অভিবাসী ভেবেছিলেন, তাদের মামলা স্থগিত থাকায় তারা বহিষ্কারের ঝুঁকিমুক্ত। কিন্তু ট্রাম্প প্রশাসন আবারও এসব পুরনো মামলা খুলে অভিবাসীদের বৈধ মর্যাদা কেড়ে নিচ্ছে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ব্যাপক বহিষ্কার কার্যক্রম আরও জোরদার করছে।

ক্যালিফোর্নিয়ার অভিবাসন আইনজীবীরা দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, সরকার এমনকি যাচাইও করছে না যে যাদের মামলা পুনরায় খোলা হচ্ছে তারা জীবিত কিনা—আইনি সুরক্ষা পাওয়া তো দূরের কথা।

উদাহরণ হিসেবে, নির্মাণকর্মী হেলারিও রোমেরো আরসিনিয়েগার মামলা একজন অভিবাসন বিচারক আগেই বন্ধ করেছিলেন। তিনি একবার ধাতব স্প্রিংকলার হেড দিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং অপরাধের শিকারদের জন্য বিশেষ ভিসার যোগ্য ছিলেন। কিন্তু চলতি বছরের শুরুতে সরকার আবারও তার মামলা খুলে দেয়, অথচ এলএ কাউন্টি করোনারের তথ্যমতে তিনি জানুয়ারিতেই মারা গিয়েছিলেন।

অভিবাসন আইনজীবী প্যাট্রিসিয়া কোরালেস বলেন, “তারা তাদের কাজ ঠিকমতো করে না। এভাবে মামলা পুনঃতালিকাভুক্ত করতে গিয়ে তারা মারাত্মক অবহেলা করছে।” কোরালেস, যিনি আগে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস ও DHS-এ অ্যাটর্নি ছিলেন, জানান এসব পদক্ষেপ আসলে “বয়লারপ্লেট মোশন”—যেখানে DHS আদালতে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেয়।

তিনি জানান, DHS গত ১০ জুলাই একটি মোশন দাখিল করেছিল, কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি তার মক্কেল জীবিত আছেন কিনা, কোথাও সরে গেছেন কিনা, এমনকি মৌলিক তথ্যও যাচাই করা হয়নি।

আরেক ঘটনায়, আদান রিকো—যিনি সদ্য বাবা হয়েছেন এবং HVAC টেকনিশিয়ান হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন—জানতেই পারেননি তার বহিষ্কার মামলা আবার খোলা হয়েছে। তার আগের আইনজীবী মারা গিয়েছিলেন, এবং মেয়ের ফোন কল না পেলে তিনি বিষয়টি জানতেই পারতেন না। রিকো বলেন, “হোমল্যান্ড সিকিউরিটি কখনোই আমাকে কোনো নোটিশ দেয়নি।”

DHS-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন “আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করছে” এবং বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন মামলাগুলো অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করে অপরাধীদের দেশে অবৈধভাবে থাকতে দেওয়ার জন্য।

তবে কোরালেস জানান, রিকো ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (DACA)-এর অধীনে বহিষ্কার সুরক্ষায় আছেন, যা ২০২৭ সালের আগে নবায়নের প্রয়োজন হবে না।

এই বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন কার্যত ১০ লাখের বেশি অভিবাসীর বৈধ মর্যাদা বাতিল করেছে। এতে এমনকি যারা নিয়ম মেনে আইসিই চেক-ইন, আদালতের শুনানি এবং অভিবাসন দপ্তরের অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন, তারাও সহজে গ্রেফতার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

অভিবাসন আদালত ফেডারেল জেলা আদালতের মতো স্বাধীন নয়; এগুলো অ্যাটর্নি জেনারেলের অধীনে পরিচালিত হয়। DHS অনেক ক্ষেত্রে আদালতে গিয়ে মামলাগুলো খারিজের আবেদন করছে, আর বিচারকদের সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করতে বলা হচ্ছে। এতে অভিবাসীরা বহিষ্কারের আওতায় চলে আসছেন, এবং দেশজুড়ে আদালতকক্ষ থেকে মুখোশধারী আইসিই এজেন্টদের মানুষ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেলি স্টাম্প এসব গ্রেফতারকে “আদালতের দুর্নীতি” আখ্যা দিয়ে বলেছেন, “এগুলো বিচার ব্যবস্থাকে ন্যায়বিচারের ফোরাম থেকে গণ-বহিষ্কারের যন্ত্রে পরিণত করছে।”

গত এপ্রিল মাসে ইওআইআরের ভারপ্রাপ্ত পরিচালক সিয়ার্স ই. ওউইন বহিষ্কার প্রক্রিয়া স্থগিত রাখাকে “বাস্তবিক অর্থে সুবিধাসহ সাধারণ ক্ষমা” বলে উল্লেখ করেন। তার তথ্যমতে, এপ্রিল পর্যন্ত প্রায় ৩,৭৯,০০০ মামলা অভিবাসন আদালতে প্রশাসনিকভাবে বন্ধ ছিল, যা ইতিমধ্যেই ৪ মিলিয়নের বেশি মামলার জট আরও বাড়িয়েছে।

আইনজীবী এডগার্দো কুইন্টানিলা জানান, তিনি ২০১০-এর দশকের মামলাসহ ৪০টি মামলা পেয়েছেন। “মানুষের সবসময় আশঙ্কা থাকে যে আদালতে গেলে তারা গ্রেফতার হতে পারে, আর বর্তমান পরিস্থিতিতে এ আশঙ্কা যথার্থ,” তিনি বলেন।

অন্য আইনজীবী মারিয়েলা কারাভেত্তা জানান, গত এক মাসে তার প্রায় ৩০ জন মক্কেল নতুন করে সরকারের টার্গেটে পড়েছেন, যাদের মামলা প্রায় এক দশক ধরে স্থগিত ছিল। আইনের নিয়মে তার হাতে জবাব দেওয়ার জন্য মাত্র ১০ দিন সময় থাকে, ফলে স্থান পরিবর্তন করা ক্লায়েন্টদের খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

“মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না,” তিনি বলেন। “এটি খুবই অন্যায্য, কারণ এই মামলাগুলো ১০ বছর ধরে অচল অবস্থায় ছিল।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত