নতুন সম্পর্কের কথা বললেন চিত্রনায়িকা হ্যাপী !
চিত্রনায়িকা হ্যাপী
আলোচিত সমালোচিত বিতর্কিত নায়িকা নাজনীন
আক্তার হ্যাপী নতুন সম্পর্কের ব্যাপারে মুখখুলেছেন। তারকা ক্রিকেটার রুবেল হোসেনেরসঙ্গে রোমান্স বিতর্ক কাটতে না কাটতেই ফাহিমইসলাম নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠারকথা ফাঁস হয়ে যায়।এনিয়ে নিজের ফেইসবুকেই দুজনার ঘনিষ্ট ছবিদিয়ে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলেন কাপলটাকেমন? যদিও পরে তুমুল সমালোচনার মুখে তিনিতার সেই ছবিটি প্রত্যাহার করে নিয়েছেন।তবে এবার হ্যাপী তার সম্পর্কের ব্যাপারে মুখখুলেছেন। তিনি তার ফেইসবুক পেইজে জানিয়েছন,কোন কিছু শিউর না হয়ে মন্তব্য করা উচিত নয়।হ্যাঁ আমরা কাপল কিন্তু পর্দায়। নতুন একটা কাজশুরু করতে যাচ্ছি। ২১ মার্চ থেকে শুটিং। আশাকরি একটা বোমা ফাটাতে পারবো…।
শেয়ার করুন