দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
সেন্সর বোর্ডের সামনে আলোচিত মডেল নায়লা!
মডেল নায়লা
এবার সেন্সর বোর্ডের সামনে পড়েছেন সময়ের
আলোচিত মডেল নায়লা নাঈম ! না সরাসরিসেন্সর বোর্ডের সামনে পড়েননি তিনি।সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে তন্ময়তানসেন পরিচালিত 'রানআউট' সিনেমাটি।আর এ ছবির আইটেম গানে নেচেছেন নায়লানাঈম। এ প্রসঙ্গে নায়লা নাঈমবললেন,'যদিও আমি সিনেমাতে আইটেম সং এপারফর্ম করেছি, তারপরও এই সিনেমাটিরপ্রতি আমার ভালবাসা আলাদা। কারণ এটি বড়পর্দায় আমার প্রথম কাজ। আমি খুবইআনন্দিত যে সিনেমাটি সেন্সরে জমা পড়েছে।আশা করছি দর্শকরা আমাকে বড় পর্দায় পছন্দকরবেন।'উল্লেখ্য, এ সিনেমার মূল চরিত্রে অভিনয়করেছেন ছোট পর্দার দুই প্রিয় মুখ সজল ওমৌসুমি নাগ।এ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেনওমর সানী, রোমানা, তানভীর হোসেন প্রবাল,মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম,জুবায়ের হিল্লোল, জারা, তারিক আনাম খানপ্রমুখ।
শেয়ার করুন