দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
বলিউডের ৫ অভিনেতা যখন নগ্ন!
বিকল্প ধারার চলচ্চিত্রে নায়কদের বস্ত্রহীন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর নজির রয়েছে বিস্তর। মূল ধারার বাণিজ্যিক সিনেমায় এমন ঘটনা খুব বেশি না হলেও, কম নয়
নায়িকারা নন শুধু, 'চরিত্রের প্রয়োজনে' বলিউডের বহু নায়কও অভিনয় করেছেন নগ্ন দৃশ্যে! বিকল্প ধারার চলচ্চিত্রে নায়কদের বস্ত্রহীন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর নজির রয়েছে বিস্তর। মূল ধারার বাণিজ্যিক সিনেমায় এমন ঘটনা খুব বেশি না হলেও, কম নয়। সাম্প্রতিক সময়ে 'পিকে' সিনেমায় আমির খানের নগ্ন হওয়া নিয়ে হৈ-হল্লা হয়েছে খুব। এতোটা না হলেও বেশ সমালোচনা হয়েছিল ১৯৯৩ সালে 'মায়া মেমসাব' ছবিতে শাহরুখ খানের নগ্ন হওয়া নিয়ে। এর পর আর কোনো ছবিতে নগ্ন দৃশ্যে কিং খান অভিনয় না করলেও, পিছ পা হননি অন্যরা। তাদের মধ্যে পাঁচজনকে নিয়ে এই ফিচার-
আমির খান'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান চরিত্রের প্রয়োজনে অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারেন অবলীলায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'পিকে' ছবির একটি দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। সেই দৃশ্যটি দিয়েই তৈরি হয়েছে এই সিনেমার পোস্টার। পোস্টারে নগ্ন দেহে দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের তারকাদের মধ্যে সবচেয়ে বড় বিতর্কে জড়িয়েছেন তিনি। যদিও নিজের শরীরের কিছুটা আড়াল করতে একটি রেডিওর অবলম্বন ব্যবহার করেছেন তিনি। কিন্তু বিষয়টি গড়িয়েছে আদালত অবধি। রণবীর কাপুররণবীর কাপুরকে সাহসী অভিনেতাই বলতে হবে! কারণ ক্যারিয়ারের শুরুতেই বস্ত্রহীন হয়েছেন তিনি। সাত বছর আগে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা 'সওয়ারিয়া'র একটি গানের দৃশ্যে নিজেকে প্রায় নগ্ন করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত সেই সিনেমার আলোচ্য দৃশ্যে ক্যামেরা পেছনে রেখে উন্মুক্ত শরীর প্রদর্শন করেন রণবীর। অবশ্য একটি তোয়ালে ছিল নিম্নাঙ্গে জড়ানো, তবে পাতলা তোয়ালের আড়াল পেরিয়ে সহজেই দৃশ্যমান হয়ে উঠেছিল তার দেহ। জন আব্রাহামবলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। 'রাজ' থেকে শুরু করে 'শুটআউট অ্যাট ওয়াডালা', 'ম্যাদ্রাজ ক্যাফে', 'দোস্তানা', 'ঝুটা হি সাহি'- বিচিত্র আর বর্ণিল সব চরিত্রে করেছেন অভিনয়। কখনো অক্ষতা, কখনো অশ্লীলতার দায়ে তার অভিনয় অভিযুক্ত হয়েছে বটে। কিন্তু জন আব্রাহাম কাজ করে চলেছেন নিজের ইচ্ছেমতো। 'নিউইয়র্ক' সিনেমায় এক স্যাম নামে এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করার সময় নগ্ন দৃশ্যে অভিনয় করেন তিনি। কবীর খান পরিচালিত সেই ছবিতে তার নগ্নতা নিয়ে বেশ সমালোচনাতেও দমে যাননি জন। পরবর্তী সময়ে বেশ কিছু ফটোশুটেও নিজের উন্মুক্ত দেহ প্রদর্শন করেছেন তিনি। নীল নীতিন মুকেশদাদা মুকেশ চাঁদ মাথুর ভারতের কিংবদন্তি গায়ক এবং বাবা নীতিন মুকেশ প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে সম্মানী লোক- কিন্তু নীল নীতিন মুকেশ হতে চেয়েছেন নায়ক। ক্যারিয়ারের শুরু থেকে সুযোগও পেয়েছেন অনেক। ডাকসাইটে নির্মাতা এবং বড় বড় প্রযোজকের সিনেমায় পেয়েছেরন কাজ। কিন্তু এখন পর্যন্ত মনে দাগ কেটে যাওয়ার মতো অভিনয় পাওয়া যায়নি তার কাছ থেকে। তবে মধুর ভান্ডারকর পরিচালিত 'জেল' ছবিতে অভিনয়ের জন্য তাকে অনেকেই রাখবেন মনে। সেটা যতোটা না তার অভিনয়ের কারণে, তারচেয়ে বেশি ওই ছবিতে তার নগ্ন হয়ে অভিনয় করার কারণে! তবে এই ছবিতে নীল নীতিনের অভিনয় কিছুটা হলেও প্রশংসা পায়, তবে পায়নি ব্যবসায়িক সাফল্য। রাজকুমার রাওবিকল্প ধারার সিনেমায় তিনি অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরেও, কিন্তু মূল ধারায় পরিচিত পেয়েছেন বছর দুয়েক হল। আর দশজনের মতো নায়কসুলভ চেহারার অধিকারী না হয়েও অভিনয় দক্ষতায় সবাইকে তাক লাগিয়েছেন তিনি। এই বছরে মুক্তি পেয়েছে 'শহীদ' নামে তার একটি সিনেমা। ভারতের আলোচিত আইনজীবী ও মানবাধিকার কর্মী শহীদ আজমির জীবনকাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমায় বিবস্ত্র হয়েছেন রাজকুমার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শেয়ার করুন