আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বৃটিশ পার্লামেন্ট সেমিনার

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বৃটিশ পার্লামেন্ট সেমিনার

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে সুষ্ঠ নির্বাচন আয়োজন করে চলমান খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ ও মানবাধিকার এবং রাজনৈতিক হয়রানী বন্ধের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসে আয়োজিত আন্তর্জাাতিক সেমিনারে বৃটিশ এমপি, লর্ড সদস্য এমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউমান রাইট ওয়ার্চ ও ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধিগন বাংলাদেশ সরকারের প্রতি আহব্বান জানান। অন্যথায় বাংলাদেশের গণতান্ত্রিক অর্থনৈতিক ও মানবিক অবস্থা আরো বেশী অবনতির দিকে যাবে।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠ নির্বাচন শীর্ষক ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন ইউকে ও ভয়েস ফর বাংলাদেশ ইউকে শাখার যৌথ উদ্যোগে ১৭ই জানুয়ারী মঙ্গলবার আন্তর্জাাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসাইন।

ভয়েস ফর বাংলাদেশ ও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন, ইউকের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের পরিচালনায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন হাউজ অব লডর্সের প্রভাবশালী লর্ড সদস্য লর্ড এন্ড্র স্ট্র্যানেল।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লর্ড হোসাইন, কেলভিন হপকিন্স এমপি, রোজার গডশিপ এমপি, পল স্ক্যার্লি এমপি, সায়মন ডানজাক এমপি, এমন্যাস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও মালদ্বীপ বিষয়ক প্রধান ওলফ বল্মকবিস্ট, এমন্যাস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাউথ এশিয়ান হেড আব্বাস ফায়েজ, আন্তর্জাাতিক আইনজীবী টবি ক্যাডম্যান প্রমুখ।

জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসাইন তার মূল আলোচনায় বাংলাদেশের সুষ্টু নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন। আলোচনায় তিনি বলেন ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচন আইন সম্মত হয়েছে কিন্তু সুষ্টু নির্বাচনের জন্য তিনটি উপাদান অপরিহার্য ১.লিগ্যাল লেজিটিমেসি ২. সোশ্যাল লেজিটিমেসি ৩. মোরাল লেজিটিমেসি। ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনে সোশ্যাল ও মোরাল লেজিটিমেসি উপস্থিত ছিলনা সুতরাং ঐ নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য তা জনগণ নির্ধারণ করবে। তিনি আরো বলেন একটি নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হতে পারে কিন্তু ক্রেডিবল ইলেকশন হলো কিনা সেটি দেখার বিষয়। বাংলাদেশ এর গত নির্বাচনে এই উপাদান গুলো উপস্থিত ছিল না বলে জানান যার জন্য গত নির্বাচন প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে তিনি মনে করেন।

বৃটিশ পার্লামেন্টের লর্ড হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশের বর্তমানে প্রতিনিয়ত মানবাধিকার লাঞ্চিত হচ্ছে এবং আইন এর শাসন নাই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা এবং তিনি বাংলাদেশের বিগত জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন সকল দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন আন্তর্জাাতিক মহলে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

বৃটিশ পার্লামেন্টের এমপি কেলভিন হপকিন্স তার বক্তব্যে বলেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সংলাপই হতে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান এবং বাংলাদেশের গুম, খুন এবং বিচারবহির্ভুত হত্যা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন এই ধরণের অপরাধ বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারের মাধ্যমে চেষ্টা করবেন।এছাড়া তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহযোগিতা করতে তিনি সর্বদা প্র¯ু‘ত।

ব্রিটিশ পার্লামেন্ট এর প্রভাবশালী এমপি পল স্ক্যার্লি তার আলোচনায় বাংলাদেশের আন্তর্জাাতিক অস্থিরতার জন্য ব্রিটিশ সরকার অনেক উদ্বিগ্ন বলে জানান। সকল রাজনৈতিক দল গুলোর অংশগ্রহণ মূলক আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। যার জন্য ক্ষমতাসীন সরকার কে উদ্যেগ গ্রহণ করার জন্য আহব্বান জানান।

বাংলাদেশের বিগত নির্বাচনের কড়া সমালোচনা করে সায়মন ডানসাক এমপি বলেন আমার জানামতে গত নির্বাচনে ৫ শতাংশের নিচে ভোটার ভোট প্রদান করছে এবং ৩০০ আসনের মধ্যে ১৫৪ টি আসন ভোট ছাড়া নির্বাচিত হয়েছে। যা গণতন্ত্রের জন্য কখনো সুখকর নয়।
এমিনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এশিয়া বিষয়ক ডাইরেক্টর আব্বাস ফায়েজ তার বক্তব্যে বলেন তিনি দক্ষিন এশিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায় বলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এই মুতুর্তে খুবই সকটাপর্ন এবং মানবাধিকার রক্ষার স্বার্থে সুষ্ঠ নির্বাচন অনিবার্য।

আন্তর্জাাতিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বলেন বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিশ মানবাধিকার সংস্থা গুলি চিন্তিত। যা অচিরেই বন্ধ হওয়া দরকার তার জন্য বাংলাদেশ সরকারকে যতাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আহব্বান জানান।

বাংলাদেশে চলমান সহিংসতা, হত্যা, গুম, খুন, রাহাজানি বন্ধ এবং গণতন্ত্র¿ ও মানবাধিকার রক্ষার্থে নিরপেক্ষ নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বৃটিশ পার্লামেন্টে আয়োজিত ওই সেমিনারের আরো বক্তব্য রাখেন বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন ইউকের আহ্বায়ক এসএইচ সোহাগ, ভয়েস ফর বাংলাদেশ ইউকে শাখার আহ্বায়ক ফয়সাল জামিল।
আয়োজক কমিটির পক্ষ থেকে সেমিনারে উপস্থিত ছিলেন, কানিস ফাতিমা, মো: ফরহাদ হোসাইন, মোঃ আলা উদ্দিন রাসেল, আব্দুর রহিম, আইনজীবি মোঃ ডলার বিশ্বাস, লুৎফর রহমান লিংকন, পারভীন ববি, মাহামুদুল হাসান, লুৎফর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শেখ মহিতুর রহমান বাবলু, হাসনাত চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন ভুঁইয়া, গরিব হোসেন, লুবা চৌধুরী, জাহাঙ্গীর শিকদার, আকলিমা ইসলাম প্রমুখ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত