আপডেট :

        প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি

        এবার ব্যবধান বাড়াতে মরিয়া কামালা-ট্রাম্প

        ‘১৮ বছর ধরে’ প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিচ্ছেন তিনি

        ইরানে কারামুক্ত হলেন সাবেক প্রেসিডেন্টের মেয়ে

        কেন্টাকিতে আদালত ভবনের ভেতর বিচারককে গুলি করে হত্যা, শেরিফ গ্রেপ্তার

        অসিত বরণের অপসারণের দাবিতে স্মারকলিপি

        সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

        সিলেটে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি

        সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মন্বয়ক আহসান লাবিবকে

        বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বাড়ছে

        শেখ হাসিনার ভারতেই থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

        বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বাড়ছে

        পেজারের পর ওয়াকিটকি-ল্যাপটপ বিস্ফোরণ, বাদ যাচ্ছে না মুঠোফোনও!

        পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলা, অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্র

        বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে টাকা ধার পাওয়ার সুযোগ ৫ ব্যাংকের

        লেবাননে অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল

        ‘পোষা বিড়াল’ খেয়ে ফেলার অভিযোগ: সেখানেই যাচ্ছেন ট্রাম্প

        ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ

        মব জাস্টিস গ্রহণ করা হবে না, তাৎক্ষণিক ব্যবস্থা নেব

        পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থায় সমঝোতা স্মারক সই করেছে ইমো ও জাগো ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থায় সমঝোতা স্মারক সই করেছে  ইমো ও  জাগো ফাউন্ডেশন

ঢাকা: দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইমো ও অলাভজনক সংস্থা জাগো ফাউন্ডেশন।

সমঝোতা স্মারকের আওতায় আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত জাগো স্কুলে এক অনুষ্ঠানে শিশুদের জন্য শিক্ষা-সহায়ক স্টেশনারি সামগ্রী দেয় ইমো।

সহানুভূতি, উদ্ভাবন ও সক্ষমতার ধারণায় উজ্জীবিত ইমো এই অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় শিশুদের সহায়তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো।
বাংলাদেশে শিক্ষার মধ্য দিয়ে দারিদ্র্য দূর করা ও জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ অলাভজনক উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশন। দেশের প্রান্তিক শিশুদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে তাদের জীবনে সফল করে তোলা এবং এই অংশীদারত্বের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করার ক্ষেত্রে জাগো ফাউন্ডেশনের লক্ষ্যকে সহায়তা করছে ইমো। দেশের ১১টি জায়গায় জাগো ফাউন্ডেশনের স্কুলের হাজারো শিশুর মাঝে স্টেশনারি সামগ্রী বিতরণ করছে ইমো।

বনানীর জাগো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার মৌলিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পেনসিল, কলম, ইরেজার, শার্পনার, রঙ-পেনসিল, ক্রেয়ন রঙ, রুলার, জ্যামিতি বক্স, ফাইলসহ আরও নানান সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে বনানীতে অবস্থিত জাগো ফাউন্ডেশন স্কুলের প্রিন্সিপাল আয়েশা সিদ্দিকা বলেন, ইমোর সঙ্গে এই অংশীদারত্ব আমাদের শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। এই প্রয়াস শিক্ষার্থীদের মধ্যে আশা ও উদ্দীপনার বীজ বপন করেছে। তাদের এই অসামান্য সহযোগিতার কারণে ‘জাগো’র শিশুরা এখন আরও উন্নত শিক্ষাগ্রহণের অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে কেবল স্টেশনারি সামগ্রীই সরবরাহ করা হচ্ছে না; বরং আমাদের শিশুদের জন্য শিক্ষার সুযোগকে অবারিত করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা হচ্ছে। আমরা আশা করছি ইমোর মতো এরকম সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অংশীদারত্ব অব্যাহত থাকবে। একই সঙ্গে, আমরা এসব তরুণ মেধাবীদের শিক্ষা, বেড়ে ওঠা ও সমস্ত প্রতিকূলতা পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সক্ষম করে তুলবো।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো সমাজের কল্যাণে উদ্ভাবনী ও কার্যকরী সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছরের রমজান মাস থেকে বাংলাদেশে মৌলিক শিক্ষার সুবিধাবঞ্চিত শিশুদের সক্ষম করে তোলার লক্ষ্য নিয়েছি আমরা। শিক্ষার মধ্য দিয়ে একটি উন্নত জীবন নিশ্চিতে এ শিশুদের সহায়তা করার ক্ষেত্রে আমরা জাগোর সঙ্গে অংশীদারত্ব করার সিদ্ধান্ত নিই এবং তাদের শিক্ষাসামগ্রী সরবরাহ করি। জাগো ফাউন্ডেশনের সঙ্গে আমাদের এই উদ্যোগ দেশের তরুণদের সফলতার পথে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী আমরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত