আপডেট :

        দুই শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

        প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

        সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা

        দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

        উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার

        এআই কি প্রতারণায় দক্ষ হয়ে উঠছে

        নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে, থাকছে দশ হাজার নতুন বই

        ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল

        দেশের ৬৪ জেলায় তাপপ্রবাহ বেড়েছে,হচ্ছে মৃত্যু

        ইন্টারনেট বন্ধে ষষ্ঠবারের মতো শীর্ষে ভারত

        দুই দফায় বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প

        পুতিন এবং শি’র একে অপরকে পুরনো বন্ধু বলে অভিহিত করলেন

        সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থায় সমঝোতা স্মারক সই করেছে ইমো ও জাগো ফাউন্ডেশন

        চলতি বছরের আসন্ন বাজেটে জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের মূল্যে পরিবর্তন

        কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ

        রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফর

        হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে ঘটলো বিপত্তি

        প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

        রিয়েলমি সি৬৫ বনাম ভিভো ওয়াই২৭এস: কোন ফোনের ফিচার বেশি উন্নত?

        প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দেখতে চায় ওআইসি

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দেখতে চায় ওআইসি

ইসরায়েল নয়, ফিলিস্তিনের রাজধানী হিসেবে জেরুজালেমকে দেখতে চায় ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)। ১৩ ডিসেম্বর বুধবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে ৫৭টি মুসলিম দেশের এই সংস্থার জরুরি সম্মেলন থেকে এই ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দেওয়া হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক এ সংবাদমাধ্যমটি জানায়, সম্মেলনের আলোচনায় মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন মুসলিম দেশগুলোর নেতারা।

মুসলিম দেশগুলোর বাইরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও এতে অংশ নিয়েছেন।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। তেল আবিব থেকে তাদের দূতাবাস সেখানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় স্টেট ডিপার্টমেন্টকে। ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিনের রাজধানীকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে বিশ্বজুড়ে ওঠে নিন্দার ঝড়। এ পরিস্থিতিতে বিশেষ জরুরি সম্মেলন আহ্বান করে ওআইসি।

বুধবার শুরু হওয়া এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই মুহূর্ত থেকে প্যালেস্টাইনের জনগণ ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে আর গ্রহণ করবে না। ২০১৪ সালে সর্বশেষ স্থগিত হয়ে যাওয়া ইসরায়েল-প্যালেস্টাইন শান্তি আলোচনায় মধ্যস্ততা করছিল যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদে অনেক আরব দেশই তাদের সুর নরম রেখেছে বলে সতর্ক করে দিয়েছে তুরস্ক। ওআইসির সম্মেলন শুরুর আগে মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘মনে হচ্ছে, অনেক আরব দেশ আমেরিকাকে ভয় পায়।’ বুধবারের সম্মেলনে তিনি বলেন, ‘প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে দেরি করা আর ঠিক হবে না।’

এ ছাড়া প্যালেস্টাইনের প্রতিরোধ আন্দোলনে সমর্থন দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তেহরান। ইরানের এলিট রেভ্যুলেশুনারি গার্ডের বৈদেশিক বিষয়ক কমান্ডার কাসেম সোলাইমানি মঙ্গলবার জানিয়েছেন, প্যালেস্টাইনে ইসলামী প্রতিরোধ বাহিনীকে সহায়তা দিতে ইরান মনে-প্রাণে প্রস্তুত রয়েছে। দেশটির সংসদও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে ফেলতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ওই ঘোষণায় তিনি মুসলিম বিশ্বকে অবজ্ঞা করেছেন বলেও মন্তব্য করেন আব্দুল হামিদ।

অন্যদিকে একদিনের ঝটিকা সফরে তুরস্কে এসেছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িন এরদোয়ানের সঙ্গে বৈঠকে তিনিও জেরুজালেম নিয়ে মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। জেরুজালেমের মার্কিন স্বীকৃতিকে তিনি অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশ (পিএলও) ট্রাম্পের ঘোষণা প্রত্যাখান করেছেন। লেবানন ভিত্তিক শিয়া সম্প্রদায়ের আরেক সংগঠন হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ শুরুর আহ্বান জানিয়েছেন। হেজবুল্লাহ নেতা বলেছেন, প্যালেস্টাইন ইস্যুতে মিত্রদের নিয়ে তিনি নতুন করে চিন্তা-ভাবনা শুরু করবেন।

এদিকে সমর্থন আদায়ের উদ্দেশ্যে ইউরোপ সফরে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই না হলেও বেশিরভাগ ইউরোপীয় দেশ জেরুজালেমে তাদের রাজধানী সরিয়ে নেবে বলে আশা করেন তিনি। তবে মোগেরিনি তাকে আশ্বস্ত করতে পারেননি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে রোববার প্যারিসে বৈঠক করেছেন নেতানিয়াহু। ফরাসি প্রেসিডেন্ট তাকে প্যালেস্টাইনের সঙ্গে আলোচনার তাগিদ দেন।

এ ছাড়া গত রোববার বাহরাইনের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ইসরায়েলে পৌঁছেছে। দেশটি বলেছে, পাঁচদিনের এই সফরের লক্ষ্য হলো ‘শান্তির বার্তা’ পৌঁছে দেওয়া।

এদিকে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ছয় দিন ধরে চলছে বিক্ষোভ। এশিয়া, মধ্যপ্রাচ্য পেড়িয়ে বিক্ষোভ ছড়িয়েছে উত্তর আমেরিকা পর্যন্ত। মঙ্গলবার বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনে। শহরের মূল রেলস্টেশনে এদিন বিক্ষোভকারীরা জড়ো হয়।

প্যালেস্টাইনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় দিনের বিক্ষোভের সময় পশ্চিম তীর আর গাজা উপত্যকায় তারা এক হাজার ৭৯৫ জনকে চিকিৎসা দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত