একটি ব্যতিক্রমী অনুষ্টান
গত ২৭শে নভেম্বর কমুউনিটির সবাই যখন ভিন্ন দেশি সংস্কৃতি থ্যাংকস গিভিংগডের অনুষ্টান নিয়ে ব্যস্ত তখন লসএঞ্জেলেস মাধ্যমিক বাংলা স্কুলের আয়োজনে হয়ে গেলো একটি ব্যতিক্রমী অনুষ্টান।স্থানীয় বাফলা মিলনায়তনে সুর-ছোঁয়া একাডেমীর পরিবেশনায় নতুন প্রজন্মের শিশুরা একক দলীয় সংগীত হারমোনিয়াম বাজিয়ে ট্রাকে বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশন করে।উপস্থিত শ্রোতারা মনমুগ্ধ হয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে গান শ্রবন করেন। এক সময় ছোটদের গানে অনুপ্রাণিত হয়ে বাফলার সাবেক প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম, খুলনা বেতারের সাবেক শিল্পী সায়লা রুমী ও ওস্তাদ রনি চৌধুরী গান করেন।অনুষ্টানটির সার্বিক সহোযোগিতায় ছিলেন ডাঃ আবুল হাসেম ও শাহ আলম।নতুন প্রজন্মের শিশুদের মধ্যে ছিল হাদি আলম, মুন আজাদ, ছোঁয়া চৌধুরী, তাবাসসুম হামিদা আলম।
শেয়ার করুন