গাড়ি দুর্ঘটনায় ১ নারী নিহত, আহত চালকসহ ২জন
গতকাল সন্ধ্যা ৬ টায় Van Nuysএ গাড়ি দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গাড়িটি San Diego ফ্রিওয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একটি উদ্বাস্তু শিবিরে উঠে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের দেওয়া তথ্য অনুযায়ী, Roscoe Boulevard র ফ্রিওয়ের ডানপাশ দিয়ে যাওয়ার সময় গাড়িটি ৬.৬মিনিটে দুর্ঘটনার শিকার হয়। লস এঞ্জেলেস ফায়ার বিভাগের কর্মকর্তা Margaret Stewart বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় একজন নারী এবং তিনি ঐ গাড়ির ভিতরে ছিলেন”। “গাড়ির চালকসহ আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়” বলে জানান Stewart.
শেয়ার করুন