পিছিয়ে গেল পাহাড়ি সিংহকে গুলি করার অভিযোগ
গত সপ্তাহে Malibu পর্বতে খামারের এক ডজন গৃহপালিত প্রাণীকে মারার সন্দেহে এক পাহাড়ি সিংহকে গুলি করে খামার মালিক। উক্ত খামার মালিকের খামার পরিচালনার অনুমোদন কেন বাতিল করা হবে না স্টেটের কাছে মঙ্গলবার তা জানতে চান ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর Sen. Ben Allen.
Allen বলেন, “এটা অনেকটা সহাবস্থানের ব্যাপার, আমাদের জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় মাউনটেইন লায়ন খুবই গুরুত্বপূর্ণ”। তিনি আরও বলেন, “পাহাড়ি এলাকার লোকজনের গৃহপালিত পশুপাখি রক্ষার জন্য গুলি ছোঁড়ার চেয়েও অনেক ভাল ভাল উপায় আছে”।
গত শনিবার Mulholland Highwayর পাশে Decker Canyon রোডের একটি খামারে দশটি Alpaca মারা হয়। পরে, রবিবার পাশাপাশি এলাকার আর একটি জায়গায় একটি goat ও কিছু alpaca কে শিকার করে।
স্টেটের একটি আইনে পাহাড়ি সিংহকে গুলি করার অনুমোদন করে, যদি সিংহটি কোন গৃহপালিত প্রাণী বা পোষা প্রাণীকে হত্যা করে। তাই গত সোমবার এই বিষয়ে একটি depredation order ইস্যু করা হয়।
শেয়ার করুন