১.৪ বিলিয়ন ডলারে ১১,০০০ মাইল ফুটপাত সংস্কার করবে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল
ছবিঃ লস এঞ্জেলেস ফুটপাত।
প্রতি বছরে ফুটপাত সংস্কারে ব্যয় করবে ৩০ মিলিয়ন ডলার।
গতকাল বুধবার লস এঞ্জেলেস সিটি কাউন্সিল,ক্ষতিগ্রস্ত ফুটপাতের সংস্কার কাজের জন্য ১.৪ বিলিয়ন ডলার বরাদ্ধ করে এক কর্মসূচি অনুমোদন করল।
এই কর্মসূচীর আওতায়, প্রতি বছর সংস্কার কাজের খরচ ধরা হয়েছে ৩০ মিলিয়ন ডলার। এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩০ বছরে লস এঞ্জেলেস সিটির ১১,০০০ হাজার মাইল ক্ষতিগ্রস্ত ফুটপাত মেরামত করবে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল। এক্ষেত্রে আইনগত বিধি ব্যবস্থা মেনে টাকার অঙ্কটি নির্ধারণ করা হয়।
সংস্কার কাজ শেষ হলে তা রক্ষণাবেক্ষণ করার কাজ property owner দের হাতে হস্তান্তর করে দেয়া হবে। কর্মসূচিটির আওতায় তিন বছরের জন্য একটি rebate programও আছে। ফুটপাত সংস্কার দায়িত্ব কার? এই রকম আইনগত প্রশ্নে দীর্ঘ ৪০ বছর ধরে ক্ষতিগ্রস্ত ফুটপাতগুলো বিনা সংস্কারে পড়ে ছিল।
আশা করা হচ্ছে এই ডিসেম্বরেই কর্মসূচিটি চালু করা হবে। সেইসাথে বৃহস্পতিবারে Sidewalk Website খোলা হবে যাতে করে property owner রা তাদের ফুটপাত মেরামত করার জন্য আবেদন সাবমিট করতে পারে।
এক্ষেত্রে শারীরিকভাবে চলাচল করতে অক্ষম এই রকম property owner দের সংস্কার কাজ আগে করে দেওয়ায় প্রাধান্য দেওয়া হবে। তবে তাদেরকে ও অবশ্যই সংস্কার আবেদন সাবমিট করতে হবে।
(নিউজটি ভাল লাগলে শেয়ার করুন)
শেয়ার করুন