USC র প্রফেসর Bosco Trojan হত্যায় অভিযুক্তকে গ্রেফতার করল লস এঞ্জেলেস পুলিশ
গতকাল শনিবার ছুরিকাঘাতে ইউনিভার্সিটি অফ সাউদারন ক্যালিফোর্নিয়ার সাইকোলজির প্রফেসরকে হত্যার দায়ে অভিযুক্ত ও চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করে লস লস এঞ্জেলেস পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগের রিলেশন কর্মকর্তা জানায়,“সাইকোলজির অধ্যাপক ট্রোজানকে হত্যার দায়ে অভিযুক্ত David Jonathan Brown নামের(২৮) ব্যক্তিটি লস এঞ্জেলেসে বাস করত এবং তিনি ইউনিভার্সিটি অফ সাউদারন ক্যালিফোর্নিয়ার একজন ছাত্র”।
তদন্তকারী ব্যক্তিরা জানায়, Brown এর মোটিভ সম্পর্কে কোন বিস্তারিত তথ্য তাদের কাছে এখনো পর্যন্ত নেই।
শেয়ার করুন