Lancaster এ অবস্থিত AV স্পোর্টসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করল শত শত সদস্য
Lancaster এ অবস্থিত স্পোর্টস ক্লাব AV’র বিরুদ্ধে অভিযোগ করল শত শত লোক। অভিযোগে বলা প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার আগে সদস্যদের কাছ থেকে অগ্রিম অর্থ হাতিয়ে নেয়।
"জিমের মালিক ব্যাংকিং লেনদেনের মাধ্যমে কিছু সদস্যের বাকি পাওনার দ্বিগুন অর্থ আদায় করে এবং দ্রুত ব্যবসা বন্ধ করে দেয়” বলে জানায় লস এঞ্জেলেস শেরিফ বিভাগের ডেপুটি Miguel Ruiz.
তিনি আরও বলেন, প্রতারণার মাধ্যমে এভাবে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্তকারীদের তথ্য অনুসারে, ভুক্তভোগীরা হাজার হাজার ডলার খুয়িয়েছে।
অভিযোগের কথা উল্লেখ করে Ruiz ব্যাখ্যা করেন যে,“১০০ ডলার করে দিয়েছে এই রকম ৬০জন ভুক্তভোগীর টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০,০০০ হাজার ডলার”।
প্রত্যক্ষদর্শীর প্রাথমিক সংবাদে সাড়া দিয়েও জিম মালিকের সাথে যোগাযোগ করতে পারে নি। জিমটি বন্ধ হওয়ার পর বাড়িটি খালি পরে রয়েছে। গ্রেফতার করার কোন অভিযোগ আমাদের কাছে নেই,আমরা অমীমাংসিত বিষটিই অভিযোগে রেখেছি। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি” বলে জানান Ruiz. এই ফিজিক্যাল বিজনেসটি স্পোর্টস ক্লাব মালিকের নিয়ন্ত্রণে আর নেই। তাই ব্যবসাটি vandalize হওয়ার খবরটি আমরা লোকজনকে শুনাতে চাচ্ছি না।
শেয়ার করুন