লস এঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন পুরস্কার ২০১৬ জিতল “Moonlight”
“লস এঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন পুরস্কার ২০১৬” অর্জন করে মিয়ামির লিবার্টি সিটি মহল্লা থেকে উঠে আসা একটি আফ্রিকান-আমেরিকান তরুণের যৌনতা মিশ্রিত তিন পর্বের কাহিনী নিয়ে তৈরি “Moonlight”।
তাছাড়া প্রত্যেকের নিজ নিজ কাজের জন্যও “Moonlight” পরিচালক ব্যারি জেনকিন্স, সহ-অভিনেতা Mahershala আলী ও সিনেমাটোগ্রাফার জেমস Laxton ও জিতেছেন LAFCA পুরস্কার। রোববারের ভোটে অন্যান্য একাধিক পুরস্কার-বিজয়ী হল দক্ষিণ কোরিয়ার সেক্স থ্রিলার “The Handmaiden”। যাকে বিদেশী ভাষার চলচ্চিত্র ও প্রকাশনার সন্মাননা দেওয়া হয়।
শ্রেষ্ঠ অভিনেতা উপাধি খেতাবটি পেল Adam Driver, “Paterson” সিনেমায় তার অসাধারণ কাজের জন্য। ফরাসি অভিনেত্রী Isabelle Huppert, সেরা অভিনেত্রী নির্বাচিত “Elle” ও “Things to Come” সিনেমায় তার বুদ্ধিবৃত্তিক অসাধারণ কাজের জন্য।
শেয়ার করুন