১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত অস্কারজয়ী Roman Polanski কে ফিরিয়ে আনছে লস এঞ্জেলেস
ছবিঃ অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা Roman Polanski।
তাকে ৪০ বছর আগে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল
প্রায় ৪০ বছর আগে লস এঞ্জেলেস প্রসিকিউটর, একটি ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে Roman Polanski কে ফিরিয়ে এনে শাস্তি দেবার চেষ্টা করেন। কিন্তু প্রচেষ্টাটি ব্যর্থ হয় যখন পোল্যান্ডের সুপ্রিম কোর্ট পোল্যান্ড সরকারের একটি অনুরোধে অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতাকে হস্তান্তর করতে অগ্রাহ্য করে।
অভিনেতা জ্যাক নিকলসনের বাড়িতে একটি ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ১৯৭৭ সালে গ্রেফতার করা হয়েছিল পোলাস্কিকে। একটি চুক্তির আহ্বানে এসেছিলেন তিনি। তারপর সংবিধিবদ্ধ ধর্ষণের অপরাধে তাকে দণ্ডিত করা যেতে পারে ভেবে ১৯৭৮ সালের আগেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
ইউরোপ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, গতকাল মঙ্গলবার বিচারক মাইকেল Laskowski রায় দেয় যে একটি নিম্ন আদালতের রায়টি “আইনের ঘোর লঙ্ঘন” ছিল না। “Krakow এর আঞ্চলিক আদালত বিবেচনা করেই অত্যন্ত সাবধানে সব তথ্য প্রমাণ যাচাই করেছিলেন” বলে জানান Laskowski।
তবুও ছয় মাস পর বিচার মন্ত্রী Zbigniew Ziobro আদালতকে একজন বিচারককে ২০১৫’র অক্টোবরে জারি করা Krakow এর এই রায়টিকে overrule করতে বলেন। পরে ঐ বিচারক রায় দেয় যে, পোলানস্কিকে ফিরিয়ে নেওয়া একটি অবৈধ বঞ্চনা হবে কারণ ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি ন্যায্য বিচার এবং মানবিক আটক শর্ত প্রদান করার কোন সম্ভাবনা নেই।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ৮৩ বছর বয়েসী Polanski Polish বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক। ফ্রান্স এখনো তাকে হস্তান্তর করে নি। এবং পোল্যান্ডেও তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। গতকাল মঙ্গলবার তিনি ফ্রান্সে ছিলেন।
শেয়ার করুন