আপডেট :

        ভারতে ভোটারদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে খাবার

        থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

        বাজারে বেড়েই চলছে অস্থিরতা

        ইংরেজ গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ জন লেননের গিটার

        ইংরেজ গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ জন লেননের গিটার

        ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা

        উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত বেশিরভাগ রাজনৈতিক দল

        মানবাধিকারের উল্লেখযোগ্য উন্নতি

        প্রচণ্ড এই গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দোয়া

        যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার

        এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো

        মার্কিন বিমান আটকে দিলো ‘যুদ্ধবিরোধী’ কুমির!

        চিতাবাঘের আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হুইটাল

        যুক্তরাষ্ট্রে গরুর দুধেও বার্ড ফ্লু শনাক্ত

        পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

        গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

        পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ঘরে ফিরলেন পাকিস্তানের এমপিরা

        অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

        কুড়িগ্রামে হিটস্ট্রোকে মৃত্যু

        চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

যুক্তরাষ্ট্রে লাগামহীন করোনার সংক্রমণ

যুক্তরাষ্ট্রে লাগামহীন করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে লাগামহীন গতিতে ছুটছে করোনাভাইরাস এর সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারির শুরু থেকে এতো দ্রুত গতিতে এর আগে সংক্রমণ ছড়িয়ে পড়েনি দেশটিতে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের মতো এতো বিপর্যস্ত অবস্থা মহামারির শুরু থেকে আর হয়নি।

নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত প্রায় ২০ লাখ ৭০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। প্রায় প্রতিটি অঙ্গ রাজ্যেই আক্রান্তের সংখ্যা বেড়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানায়, শুক্রবার (২০ নভেম্বর) সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজার বাসিন্দা।

কোভিড ট্র‍্যাকিং সূত্র জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ প্রায় ৮৪ হাজার রোগী এদিন বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে আগের থেকে। গত সপ্তাহে প্রায় ১০ হাজার বাসিন্দা করোনায় মারা গেছেন বলে তথ্য রয়েছে৷ আগের সপ্তাহগুলো থেকে মৃত্যুর হার বেড়েছে দ্বিগুণ।

করোনার সংক্রমণ মোকাবেলায় নতুন স্বাস্থ্যবিধি ও নীতিমালা জারি করা হয়েছে অনেক অঙ্গরাজ্যে। নিউইয়র্কে গত সাতদিনে সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ায় পাবলিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মিনেসোটায় সকল ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট এবং পানশালা কমপক্ষে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে দেশটির মধ্য- পশ্চিমাঞ্চলে। সেখানে আগের থেকে সংক্রমণ বেড়েছে ৫৬ শতাংশ।

লস এঞ্জেলেসে আগামী কয়েক সপ্তাহে ক্রমাগত করোনার সংক্রমণ বাড়তে থাকলে স্টে-এট-হোম জারি হতে পারে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বাসিন্দাদের নির্দিষ্ট সময় বাড়িতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

তবে কাউন্টি কর্তৃপক্ষ বলছে, সম্পূর্নরুপে লকডাউন না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ।

তাই সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে কিছু নীতিমালা জারি করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার সময় বন্ধ করতে হবে।

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হতে পারবে। এর আগে সর্বোচ্চ কতোজন বাইরে একত্রিত হতে পারবে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া রেস্টুরেন্টে আসন সংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যক্তিগত অফিসে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

নতুন নীতিমালায় নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে থেকে বুকিং দিয়ে দিয়ে সেবা নিতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত