রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা
ওরা যেটা করেছে সেটা সম্পূর্ণ অবৈধ : এরশাদ
বিরোধী দলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে রওশনের গুলশানের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ ঘোষণা দেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। বৈঠকে দলীয় সংসদ সদস্য ও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বাবলু জানান, দলীয় এমপি ও প্রেসিডিয়ামের বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রশ্নের জবাব দেননি বাবলু। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, চেয়ারম্যান নিষ্ক্রীয় হলে অন্য একজনকেতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হবে।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সভার বৈঠক ডাকার এখতিয়ার দলের চেয়ারম্যান ছাড়া অন্য কারো নেই। আমি দলের নির্বাচিত চেয়ারম্যান। আমি প্রেসিডিয়াম সভার বৈঠক ডাকবো।ওরা যেটা করেছে সেটা সম্পূর্ণ অবৈধ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের একথা বলেন।
শেয়ার করুন