এরশাদের সিদ্ধান্ত বাতিলের দাবি রওশনের
দলগত আলোচনা ছাড়া হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির ব্যাপারে যে দুটি সিদ্ধান্ত নিয়েছেন তা পার্লামেন্টারি কমিটি ও প্রেসিডিয়ামের কাছে অগণতান্ত্রিক। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জাপার সংসদীয় দলের নেতা রওশন এরশাদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়েছেন।
রওশন এরশাদ বলেন, দলগত আলোচনা ছাড়া প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ও ভবিষ্যত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। কোনো রকম আলোচনা ছাড়া পার্টির মহাসচিব পরিবর্তন করেছেন, যা অগণতান্ত্রিক।
এ দুটি সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রতাহার করে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে যৌথসভা ডেকে তাতে আলোচনার মাধ্যম সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান রওশন এরশাদ।
শেয়ার করুন