আপডেট :

        চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

        প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি

        ১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

        পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

        বাংলাদেশের আকাশে উল্কাপাত দেখা যাবে মঙ্গলবার রাতে

        দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

        পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’

        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব

        আইএমএফের কঠোর শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ নয়

        সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

        রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

        ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি

        বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

        চীনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: চুক্তি না হলে ১৫৫% শুল্কের হুমকি!

        অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে মারা গেলেন, দীর্ঘদিনের অসুস্থতায় মৃত্যু

        সিরিজ হারার পর হোয়াইটওয়াশ: বাংলাদেশী ফ্যানদের চোখে অশ্রু, লাহোরে হতাশার রাত্রি

        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

ঢাকার উত্তর বাড্ডায় ভবনে আগুন

ঢাকার উত্তর বাড্ডায় ভবনে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় বিটিআই প্রিমিয়ার প্লাজার চারটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। বুধবার ভোররাত ৩টায় এই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে আগুন সম্পূর্ণ নেভানোর ঘোষণা দেয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রিমিয়ার প্লাজার নিচ তলায় হোম ডেকোর নামে একটি ফার্নিচারের শোরুম থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সেটা শর্টসার্কিট না অন্য কোনো কারণে তাৎক্ষণিকভাবে সেটা তারা নিশ্চিত করতে পারেননি। হুড়াহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বিশাল এই ভবনে ১২৬টি পরিবার তাৎক্ষণিকভাবে আশ্রয়হীন হয়ে পড়েছে। আগুন লাগার পর গেট বন্ধ থাকায় ভবনের বাসিন্দারা নিরাপদে নিচে নেমে যেতে পারেনি। তারা দীর্ঘ তিন ঘণ্টা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছাদে আটকা ছিলেন। ভোর ৬টার পর তাদেরকে নিচে নামিয়ে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি অসুন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তৃপক্ষ। আগুনের সময় প্রগতি সরণিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাড্ডা ও প্রগতি সরণি এলাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল।আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ঘটনাস্থলে জানান, ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল ও ত্র“টিপূর্ণ। বিশাল এই ভবনে অগ্নিনির্বাপণের জন্য পানির উৎস রাখা হয়নি। তাদের নিজস্ব কোনো ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না। কারণ, আগুন লাগার সঙ্গে সঙ্গে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু করতে হবে। অন্তত যাতে ১৫ থেকে ২০ মিনিট তারা আগুনের সঙ্গে ফাইট করতে পারে। সেটা করা সম্ভব হলে আগুন ছড়াতে পারত না। কিন্তু তাদের সেটা ছিল না। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ফার্নিচারের শোরুমে প্রথমে আগুন লেগেছে। কিন্তু সেটা কিভাবে তদন্তসাপেক্ষে জানা যাবে।ফায়ার সার্ভিসের অফিসার মিজানুর রহমান জানান, ভবনটির ছাদে আটকা পড়া ১২০ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। ভবনটির নিচ তলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ফার্নিচারের দোকানে উচ্চদাহ্য ক্ষমতাসম্পন্ন পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্লোকেল ল্যাডার দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় পানি সংকটের কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।ভবনের বাসিন্দা কবির হোসেন জানান, তার বাসা ৬ তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি নিচে নামার চেষ্টা করে ব্যর্থ হন। পরে আরও অনেক লোকের সঙ্গে দ্রুত ছাদে চলে যান। সেখানে ভোর হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। একই ভবনের বাসিন্দা নাহিদা সুলতানা জানান, চার দিকে শুধু দাউ দাউ আগুন। বিকট শব্দে একের পর এক গ্লাসগুলো ভাঙছিল। এগুলো গায়ে পড়ার ভয় দেখা দেয়। ছেলে সন্তান নিয়ে কোনো মতে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে বলেও জানান নাহিদা। হাসিন আহমেদ নামে ভবনের আরেক বাসিন্দা জানান, ভবনের চারটি গেটই আগুন লাগার পর বন্ধ পাওয়া গেছে। আমরা নিরুপায় হয়ে ছাদে গিয়ে আশ্রয় নিই। আগুন লাগার সঙ্গে সঙ্গে গেটে তালা দেয়া হল অথচ তালা খোলার চাবি ছিল না। কোনো কার্টারও ছিল না। এই আগুন এবং ক্ষয়ক্ষতির জন্য তিনি হোম ডেকোর ও বিটিআই কর্তৃপক্ষকে দায়ী করেন। ভবনের নিচে কিছু বাসিন্দাকে হ্যান্ড ব্যাগ, জামা-কাপড়সহ বিভিন্ন মালামালসহ অন্যত্র চলে যেতে দেখা গেছে। হারুন নামে ভবনের এক বাসিন্দা জানান, আপাতত বনশ্রীতে এক আত্মীয়ের বাসায় গিয়ে থাকবেন। পরে পরিস্থিতি দেখে বাসায় ফিরবেন।দুপুর ১২টার দিকে ভবনের সামনে আহাজারি করছিলেন সুলতানাসহ আরও কয়েকজন। তাদের কেউ ফ্ল্যাট কিনে কেউ আবার ভাড়ায় সেখানে উঠেন। হঠাৎ আগুনে তারা সবাই একরকম আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভবনের নিচ তলায় মাটিতে কাপড় বিছিয়ে কয়েকটি পরিবারকে বসে থাকতে দেখা যায়। তারা জানান, ১২৬টি পরিবার ১৪ তলা চারটি ভবনের ফ্লাটগুলোতে বাস করত। আগুন লাগার পর সব পরিবার নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে। গুরুতর ও আহত কেউই হয়নি। সবাই যার যার মতো করে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গেছে।বিটিআইয়ের পক্ষ থেকে আপনাদের কিছু বলা হয়েছে? জানতে চাইলে তারা বলেন, মালিকপক্ষের কারও তো দেখাই পাই না। তারা হয়তো পুলিশ বা প্রশাসনের সঙ্গে কথা বলতে ব্যস্ত।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের অতিমাত্রায় তাপে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুয়েট ও রাজউক বিশেষজ্ঞরা নিরাপদ ঘোষণা করলে ভবনটি খুলে দেয়া হবে। তবে বিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের মূল কাঠামোতে কোনো ক্ষতি হয়নি। বাসিন্দারা চাইলেই থাকতে পারবেন।আগ্নিকাণ্ডের ঘটনা, কারণ, ক্ষয়ক্ষতি নিরুপনে ফায়ার সার্ভিস উপ-পরিচালক মোজাম্মেল হককে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য সচিব করা হয়েছে উপ-সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে। এছাড়া একজন এডি ও দু’জন ওয়্যার হাউস ইন্সপেক্টরকে সদস্য করা হয়েছে। বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন।বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এফআর খান সাংবাদিকদের বলেন, গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করা হলেই ভবনে বাসিন্দারা থাকতে পারবেন। আমরা ফায়ার সার্ভিসের কথা শুনেছি। তবে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যত দ্রুত সম্ভব বাসিন্দাদের এ বিষয়ে জানানো হবে।বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, ভবনটি সিলগালা করা হয়নি। ফায়ার সার্ভিস ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে দিয়ে খালি করেছে। তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ রাজউক ও বুয়েট থেকে বিশেষজ্ঞরা ভবনটি পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করলেই বাসিন্দাদের উঠতে দেয়া হবে। ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত