চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’
সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির (পিআর) নামে কেউ কেউ নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য কথা বলছিলেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়ভাবে যারা সেইদিন ফ্যাস্টিসবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে।
কেউ কেউ পিআর পদ্ধতির নামে এই নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাব, এই ব্যাপারে সকলকে সর্তক থাকার।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিচার হতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্য্ক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটাও নিষিদ্ধ রাখতে হবে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন