চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি
জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুর করে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেছে টাইগাররা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ফাঁকা মিরপুর শেরে বাংলার গ্যালারি।
সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের গ্যালারি ছিল ফাঁকা। এর কারণ ছিল বাংলাদেশের পারফরম্যান্স। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর পরই ঘরের মাঠে ক্যারিবীয়ানদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তাই সেই ম্যাচে দর্শক আগ্রহ ছিল কম।
দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি
তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারায় বাংলাদেশ। এমন জয়ের পর গ্যালারিতে দর্শক ফিরবেন এমন প্রত্যাশা ছিল। তবে দ্বিতীয় ম্যাচেও চিত্র একই। মিরপুরের গ্যালারিতে হাতে গোনা দর্শক উপস্থিত হয়েছে।
এ দিকে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। ভালো শুরুর আভাস দিলেও জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। সাইফ হাসান ১৬ বলে ৬ ও তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফিরে গেছেন।
নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন