আপডেট :

        চোরাচালান রুখতে বিমানবন্দরে জিরো টলারেন্স ঘোষণা কাস্টমসের

        অলিম্পিকে ফিরছে ক্রিকেট ১২৮ বছর পর, সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা

        আন্দোলনের প্রভাব বিশ্লেষণে এনবিআরের ৯ সদস্যের জরিপ দল গঠন

        সমাবেশে হামলার জবাবে এনসিপির দেশজুড়ে ব্লকেড কর্মসূচি

        নাহিদ-হাসনাতের গোপালগঞ্জ ত্যাগ, পাহারায় সেনা-পুলিশের কড়াকড়ি

        লস এঞ্জেলেসে বাড়ি থেকে গুলিবিদ্ধ দুজনের মরদেহ উদ্ধার, এখনও কেউ আটক নয়

        ভয়ংকর খেলনা নিয়ে তোলপাড়! ক্যালিফোর্নিয়ায় যুবক গ্রেপ্তার

        ট্রাম্পের সিদ্ধান্তে মেক্সিকান টমেটোতে ১৭% শুল্ক, যুক্তরাষ্ট্রে দাম বাড়ার আশঙ্কা

        ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

        বিদ্যুৎ খাতে স্বচ্ছতা: আইপিপি চুক্তি পর্যালোচনায় অর্থ উপদেষ্টার ভূমিকা

        মিষ্টির বন্যায় জিপিএ ৫, সৎ কাজে কেন শান্তি?

        ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি কেন ট্রাম্পের হাতে? উঠছে প্রশ্ন

        আগস্ট থেকে সাশ্রয়ী মূল্যে চাল: ৫৫ লাখ পরিবারের জন্য সুখবর

        শিক্ষক নিয়োগে নতুন নীতি: সহকারী শিক্ষক পদ বিলুপ্ত

        ১০০ বছরে ম্যারাথন জয়ী ফৌজা সিং ১১৪ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন

        মহানায়ক ছাড়া দেড় দশক: বাঙালির হৃদয়ে অমলিন স্মৃতি

        বাংলাদেশের জ্বালানি সরবরাহ জোরদার: কাতার থেকে আসছে এক কার্গো এলএনজি

        পপ তারকা জাস্টিন বিবারের চার বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবামের ঘোষণা

        চেলসির সোনার ছেলে: কোল পালমারের গোল-অ্যাসিস্টে উৎসব!

        জোহরান মামদানির বিজয়: নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতে উত্তেজনা

প্রতীকে শাপলা চাই, না পেলে লড়বে এনসিপি

প্রতীকে শাপলা চাই, না পেলে লড়বে এনসিপি

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)।


রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।’

নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে।’

ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে তিনি বলেন, এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।

সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন।

এ ছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।

জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কি না, এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে। আর জাতীয় প্রতীকে নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সে ক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন, প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে। জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে, নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান।

শেয়ার করুন

পাঠকের মতামত