ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি কেন ট্রাম্পের হাতে? উঠছে প্রশ্ন
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে বড় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচ শেষে চেলসির হাতে ট্রফি তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পুরস্কার মঞ্চে তার উপস্থিতি ও পরবর্তী মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা চমক ও বিতর্ক।
নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। হেলিকপ্টারে মাঠে উপস্থিত হন দুজনেই। বিতর্কের সূত্রপাত পুরস্কার বিতরণী পর্বে। চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে দীর্ঘক্ষণ উপস্থিতি থাকেন ট্রাম্প। এতে বিভ্রান্ত হন চেলসির খেলোয়াড়রা।
পরে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মূল ট্রফিটি তিনি নিজের অফিসেই রেখে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা জিজ্ঞেস করেছিল, ‘আপনি কি ট্রফিটি সামান্য সময়ের জন্য হাতে নেবেন?’ আমি বলেছি, ‘না, আমরা এটাকে ওভাল অফিসে রেখে দেব।’ এরপর জিজ্ঞেস করলাম, ‘আপনারা এটি কখন নিয়ে যাবেন?’ তারা বললো, ‘আমরা এটি আর নিচ্ছি না, আপনি এটা সবসময় নিজের কাছে রাখতে পারেন। আমরা নতুন একটা বানিয়ে নেব।’
টুর্নামেন্টের মাঝেই ট্রাম্পের ওভাল অফিসে গিয়েছিলেন জুভেন্তাসের ফুটবলাররা (পেছনে), সামনেই রাখা আছে ক্লাব বিশ্বকাপের ট্রফি
এরপর ফিফা নতুন একটি ট্রফি বানিয়েছে দাবি করে ট্রাম্প জানান, ‘তারা সত্যিই আরেকটি নতুন ট্রফি বানিয়েছে। আর এখন আসল ট্রফিটি ওভাল অফিসেই আছে।’ এই দাবিকে কেন্দ্র করে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মার্চ মাসের যুক্তরাষ্ট্র সফরেই মূল ট্রফিটি প্রেসিডেন্টের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি এবিসি নিউজ জানায়, ফাইনাল শেষে চেলসির হাতে মূল ট্রফি নয়, বরং তার রেপ্লিকা তুলে দেওয়া হয়েছে।
এছাড়া ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে ট্রাম্পের উপস্থিতি বিভ্রান্ত করেছে চেলসির ফুটবলারদের। ফাইনালে জোড়া গোল করে ম্যাচসেরা হওয়া কোল পালমার বলেন, ‘আমি জানতাম প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু ভাবিনি ট্রফি দেওয়ার পরও মঞ্চে থাকবেন। ফলে কিছুটা বিভ্রান্ত হয়ে যাই।’ প্রায় একই মন্তব্য চেলসির অধিনায়ক রিচ জেমসেরও। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল ট্রফি তুলে দিয়ে তিনি (ট্রাম্প) চলে যাবেন, কিন্তু উনি থেকে যান।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন