বিমানবন্দরের সামনে চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে নিহত ১
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশের চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর জোনের সহকারী কমিশনার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টা ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে এক যুবক এ বোমা বিস্ফোরণ ঘটনায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। এতে তিনি নিহত হন। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
বোমা বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যমে এটাকে আত্মঘাতী হামলা বলা হলেও পরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ওই যুবক আত্মঘাতী হামলাকারী নয়, সে বোমা বহনকারী ছিল।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন