৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
শুভমান গিলে মজেছেন সারা আলি খান!
নবাবকন্যা বলিউড তারকা সারা আলি খান কার সঙ্গে প্রেম করছেন- সেই বিষয়টি এখন সবাই জানতে ইচ্ছুক। বলিউড তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেকআপের বিষয়ে মা অমৃতা সারাকে বলেছিলেন, ‘ইটস ওকে!’ (ঠিক আছে)। এখন সারা নাকি ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের প্রেমে মজেছেন? খবর হিন্দুস্তান টাইমসের।
২০১৮ সালে সারা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন। তখন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন সুশান্ত। এরপর লাভ আজকালে সারার সঙ্গে ছিলেন কার্তিক আরিয়ান। এই ছবিতে কাজ করার সময়ই দুজনের প্রেমের শুরু। যদিও সিনেমা মুক্তির আগেই তা ভেঙে যায়।
যদিও এই দুই তারকা সম্পর্কের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি। তবে বলিউডের পরিচালক করণ জোহর ফাঁস করে দেন এই ভেঙে যাওয়া সম্পর্ক সত্যিই ছিল। এখন খবর- সারার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে ক্রিকেটার শুভমান গিলের। তবে এই প্রেমের খবরও নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন