সিলেটের অপুকে গাড়ি ও মোটরসাইকেল উপহার দিলেন মাহি
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী অপুকে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার রাতে ঢাকার ক্যান্টনমেন্টে সেনামালঞ্চ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সামনে উপহার দেওয়াটা ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদা রঙ মিতসুবিশি গাড়িটির মূল্য ৪০ লাখ টাকা। আর ধূসর রঙের সুজুকি মোটরসাইকেলটি কিনতে লেগেছে আড়াই লাখ টাকা।
ভিডিওতে মেয়েকে তুলে দেওয়ার কথা জানিয়ে এই উপহারের খবরটি জানান মাহির বাবা ও মা। এই ভিডিওতে ব্যবহার করা হয় ‘আয় খুকু আয়’ গানটি। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়।মালঞ্চ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সামনে উপহার দেওয়াটা ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদা রঙ মিতসুবিশি গাড়িটির মূল্য ৪০ লাখ টাকা। আর ধূসর রঙের সুজুকি মোটরসাইকেলটি কিনতে লেগেছে আড়াই লাখ টাকা।
ভিডিওতে মেয়েকে তুলে দেওয়ার কথা জানিয়ে এই উপহারের খবরটি জানান মাহির বাবা ও মা। এই ভিডিওতে ব্যবহার করা হয় ‘আয় খুকু আয়’ গানটি। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
News Desk
শেয়ার করুন