নিলামে হিটলারের চিত্রকর্ম !
আগামী ২২ নভেম্বর জার্মানির নুরেমবার্গ শহরে চিত্রকর্ম নিলামের আয়োজন করা হয়েছে। প্রথম দেখায় নিলামে ওঠা অন্যসব সাধারণ পেইন্টিংয়ের মতোই এই ছবিটিরও কোনও বিশেষত্ব চোখে পড়বে না। সাধারণই মনে হবে।
কিন্তু একটু পর্যবেক্ষণ করলে যে কেউই চমকে উঠতে পারেন। কারণ জলরঙে আঁকা মিউনিখের ‘ওল্ড টাউন হল’ চিত্রকর্মটি সাধারণের চেয়ে একটু বেশি কিছুই। কারণ এই চিত্রকর্মটির এঁকেছেন স্বয়ং এডলফ হিটলার।
চিত্রকর্মটি বিক্রির জন্য নিলামে তুলেছেন জার্মানির হেস প্রদেশের দুই বোন। তবে এখনও তারা তাদের পরিচয় প্রকাশ করেননি।
অনেকেই হয়তো তার দেয়ালে হিটলারকে রাখতে নাও চাইতে পারেন। তবে নুরেমবার্গের ওয়েইডলার নিলাম হাউজ বলছে ভিন্ন কথা।
শেয়ার করুন