দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
১শ' মার্কিন সৈন্যকে হত্যার করবে আইএস
আইএস
পেন্টাগন অবশ্য বলছে, এই হুমকির সত্যতা যাচাই
করে দেখছে তারা।মার্কিন সেনাবাহিনী বলছে, বাহিনীর শ'খানেকপুরুষ ও নারী সদস্যের সঙ্গে আলাদা আলাদাভাবেযোগাযোগ করা হচ্ছে এই মুহূর্তে, যাদের নামপরবর্তী 'টার্গেট' হিসেবে একটি ওয়েবসাইটেপ্রকাশ করা হয়েছে।এই ওয়েবসাইটটি কার্যত ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত বলেই মনে হচ্ছে।'ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন' নামেইতিপূর্বে অপরিচিত এই গোষ্ঠীটি ওয়েবসাইটেনামগুলো প্রকাশ করে বলছে, এরা ইরাক ওসিরিয়ায় আইএস-এর উপর বিমান হামলার সাথেযুক্ত, এদেরকে যেন হত্যা করে আইএস যোদ্ধারা।সেনাসদস্যদের নাম এবং ছবি ওই ওয়েবসাইটটিতেপ্রকাশ করা হয়েছে।এই হুমকির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।তবে সেনাবাহিনীর সব সদস্যদের পরামর্শ দেয়াহয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে তাদের কি পরিমাণব্যক্তিগত তথ্য শেয়ার করা রয়েছে তা খতিয়েদেখতে।
শেয়ার করুন