শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ইজরাইলের বর্বর হামলার শিকার ফিলিস্তিনের শিশুরা
হামলার শিকার ফিলিস্তিনের শিশু
কোথায় থাকে “মানবতা” নামক পদার্থ ?
ফিলিস্তিনের শিশুরা মুসলিম, খ্রিস্টান নয়,
বৌদ্ধ নয়, ইহুদি নয়; এমনকি তারা কোনো হিন্দুও নয়। এটাই কি তাদের অপরাধ ?গত কাল পর্যন্ততাদের জন্ম একটি লাল আকাশের গল্প বলতে এবং মাটিতে রক্তের ফসল তুলতে।ওরা কোনো শব্দচাষী নয়, যদিও ওদের চিৎকারেশোকগাথা হতে পারে, একটি মহাকাব্যও হয়তো হতে পারত; কিন্তুফিলিস্তিনের শিশুরা রক্তচাষী। তারা জানে, কীভাবে বিলিয়ে দিতেহয় তাজা রক্ত, কীভাবেতুলতে হয় রক্তের ফসল। ফিলিস্তিনে কোনো মৌসুমনেই। জানুয়ারিথেকে ডিসেম্বর তিনশত পঁয়ষট্টি দিন ওখানেরক্তের চাষ হয়। ওরাআজ চিঠি লিখেছে সমীপেষু মানবতা! রক্তেরকলমে রক্তের কসমেলিখেছে রক্তের কথা। জানতে চেয়েছে, রক্তাভলাল আকাশে আমরাভয় পাই কিনা, আমরা কাঁদি কিনা! হেফিলিস্তিনের শিশুরা, শোনো তোমাদের রক্তে কাঁদে না মানুষ, আমেরিকা ওজাতিসংঘ। আজ যদিবেঁচে থাকো আগামী কালের প্রার্থনায় শুধু এটুকুবলো বেহেশতেরসব দরোজার রং যেন লাল হয়।
শেয়ার করুন