গ্যাসের রাজ্যে গ্যাস সংকট : ক্ষুব্ধ সিলেটবাসী
গ্যাসের রাজ্য সিলেটে বিরাজ করছে জ্বালানি গ্যাসের সমস্যা। নগরীর বাসা-বাড়িতে ঠিকমতো জ্বলছে না গ্যাসের চুলা। নিভু নিভু করে সারাক্ষণ। এমনকি কিছু কিছু এলাকায় দিনের অনেক সময় গ্যাসের দেখাও মিলছে না। ফলে গ্রাহকরা রয়েছেন চরম দুর্ভোগে। গ্যাস সমস্যার কারণে ক্ষুব্ধ লোজন ইতোমধ্যে মিছিল-সভাও করেছেন।
দেশের অন্যান্য স্থানের মতো দীর্ঘদিন ধরে সিলেটেও নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ফলে গ্যাসসংযোগ প্রত্যাশীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। সংযোগ প্রাপ্তির জন্য তারা সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। অথচ সিলেট অঞ্চল থেকে উত্তোলিত গ্যাসে চলছে দেশ। বিভিন্ন শহর-গ্রামে চুলা জ্বলছে বাসা-বাড়ির, চাকা ঘুরছে শিল্প-কারখানার।
বেশ কিছুদিন ধরে নগরীর কাজীটুলার একাংশ, কলবাখানি জালালী, রায় হোসেন, সাপ্লাই, আরামবাগ, কুমারপাড়া ঝেরঝেরিপাড়া, ঝরণারপার, লালাদিঘিরপার, বড়বাজার, বনকলাপাড়া, দাঁড়িয়াপাড়া, আখালিয়া হাওলদারপাড়া, মুন্সিপাড়া, খোজারখলা, ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময়ই গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না প্রয়োজনমতো। চাপ কম থাকায় চুলা জ্বলছে নিভু নিভু করে। কোনো কোনো এলাকায় চুলাতে আগুন ধরানো যায় না দিনের অনেক সময়।
গ্যাসের এ সমস্যার কারণে গৃহিনীরা রয়েছে চরম ভোগান্তিতে। তারা সময়মতো করতে পারছেন না রান্নাবান্না। আর এর ফলে কর্মজীবী লোকজন যথাসময়ে যেতে পারছেন না নিজ নিজ কর্মস্থলে। দিনশেষে বাসায় ফিরে খাবার খেতে পারছেন না ঠিকমতো।
গ্যাসের এ সমস্যার কারণে গ্রাহকদের মাঝে বিরাজ করছে অসন্তুষ। নগরীর বিভিন্ন এলাকায় ভুক্তভোগী লোকজন সিলেটভিউ’র সাথে আলাপকালে এ ব্যাপারে প্রকাশ করেছেন নিজেদের ক্ষুব্ধ। তারা দ্রুত এসমস্যার সমাধান চান।
ঝরণারপার এলাকার জাহানারা আক্তার জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকে। অনেক দিন সকালের নাস্তা যথাসময়ে তৈরি করা যায় না। দুপুরের খাবার রান্না হতে হতে গড়িয়ে যায় বিকেল।
কাজিটুলার আয়শা বলেন, রান্না এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাবার রান্না করতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এ সমস্যার কারণে অনেক দিন সন্তানদের স্কুলে যথাসময়ে নিয়ে যাওয়া যায় না।
সাপ্লাই এলাকার কবির আহমদ বলেন, গ্যাস সমস্যার কারণে ঠিকমতো রান্না না হওয়ায় কর্মক্ষেত্রে যথাসময়ে যেতে সমস্যা হচ্ছে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়াও যাচ্ছে না ঠিকসময়ে। দিনের কিছু সময় গ্যাস চুলায় থাকেই না।
এদিকে, গ্যাস সমস্যার সমাধান দাবিতে বুধবার নগরিতে মিছিল করেছেন ৫নং ওয়ার্ডস্থ সাপ্লাই এলাকার বাসিন্দারা। সকালে তারা মিছিল নিয়ে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসে যান। জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম খান এসময় তাদেরকে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা নিজ নিজ বাসায় ফেরেন।
মিছিলে অংশগ্রহণকারী রায় হোসেন কলবাখানি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আহমদ বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এলাকায় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টদের কাছে বারবার যোগাযোগ করেও সারা মিলেনি। তবে বুধবার এ সমস্যা সমাধানে জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম খান আশ্বাস দিয়েছেন।
শেয়ার করুন