আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

গ্যাসের রাজ্যে গ্যাস সংকট : ক্ষুব্ধ সিলেটবাসী

গ্যাসের রাজ্যে গ্যাস সংকট : ক্ষুব্ধ সিলেটবাসী

গ্যাসের রাজ্য সিলেটে বিরাজ করছে জ্বালানি গ্যাসের সমস্যা। নগরীর বাসা-বাড়িতে ঠিকমতো জ্বলছে না গ্যাসের চুলা। নিভু নিভু করে সারাক্ষণ। এমনকি কিছু কিছু এলাকায় দিনের অনেক সময় গ্যাসের দেখাও মিলছে না। ফলে গ্রাহকরা রয়েছেন চরম দুর্ভোগে। গ্যাস সমস্যার কারণে ক্ষুব্ধ লোজন ইতোমধ্যে মিছিল-সভাও করেছেন।

দেশের অন্যান্য স্থানের মতো দীর্ঘদিন ধরে সিলেটেও নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ফলে গ্যাসসংযোগ প্রত্যাশীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। সংযোগ প্রাপ্তির জন্য তারা সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। অথচ সিলেট অঞ্চল থেকে উত্তোলিত গ্যাসে চলছে দেশ। বিভিন্ন শহর-গ্রামে চুলা জ্বলছে বাসা-বাড়ির, চাকা ঘুরছে শিল্প-কারখানার।

বেশ কিছুদিন ধরে নগরীর কাজীটুলার একাংশ, কলবাখানি জালালী, রায় হোসেন, সাপ্লাই, আরামবাগ, কুমারপাড়া ঝেরঝেরিপাড়া, ঝরণারপার, লালাদিঘিরপার, বড়বাজার, বনকলাপাড়া, দাঁড়িয়াপাড়া, আখালিয়া হাওলদারপাড়া, মুন্সিপাড়া, খোজারখলা, ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময়ই গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না প্রয়োজনমতো। চাপ কম থাকায় চুলা জ্বলছে নিভু নিভু করে। কোনো কোনো এলাকায় চুলাতে আগুন ধরানো যায় না দিনের অনেক সময়।
গ্যাসের এ সমস্যার কারণে গৃহিনীরা রয়েছে চরম ভোগান্তিতে। তারা সময়মতো করতে পারছেন না রান্নাবান্না। আর এর ফলে কর্মজীবী লোকজন যথাসময়ে যেতে পারছেন না নিজ নিজ কর্মস্থলে। দিনশেষে বাসায় ফিরে খাবার খেতে পারছেন না ঠিকমতো।

গ্যাসের এ সমস্যার কারণে গ্রাহকদের মাঝে বিরাজ করছে অসন্তুষ। নগরীর বিভিন্ন এলাকায় ভুক্তভোগী লোকজন সিলেটভিউ’র সাথে আলাপকালে এ ব্যাপারে প্রকাশ করেছেন নিজেদের ক্ষুব্ধ। তারা দ্রুত এসমস্যার সমাধান চান।

ঝরণারপার এলাকার জাহানারা আক্তার জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকে। অনেক দিন সকালের নাস্তা যথাসময়ে তৈরি করা যায় না। দুপুরের খাবার রান্না হতে হতে গড়িয়ে যায় বিকেল।

কাজিটুলার আয়শা বলেন, রান্না এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাবার রান্না করতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এ সমস্যার কারণে অনেক দিন সন্তানদের স্কুলে যথাসময়ে নিয়ে যাওয়া যায় না।

সাপ্লাই এলাকার কবির আহমদ বলেন, গ্যাস সমস্যার কারণে ঠিকমতো রান্না না হওয়ায় কর্মক্ষেত্রে যথাসময়ে যেতে সমস্যা হচ্ছে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়াও যাচ্ছে না ঠিকসময়ে। দিনের কিছু সময় গ্যাস চুলায় থাকেই না।

এদিকে, গ্যাস সমস্যার সমাধান দাবিতে বুধবার নগরিতে মিছিল করেছেন ৫নং ওয়ার্ডস্থ সাপ্লাই এলাকার বাসিন্দারা। সকালে তারা মিছিল নিয়ে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসে যান। জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম খান এসময় তাদেরকে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা নিজ নিজ বাসায় ফেরেন।

মিছিলে অংশগ্রহণকারী রায় হোসেন কলবাখানি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আহমদ বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এলাকায় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টদের কাছে বারবার যোগাযোগ করেও সারা মিলেনি। তবে বুধবার এ সমস্যা সমাধানে জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম খান আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত