আপডেট :

        আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি

        অরেঞ্জ সিটি কাউন্সিলের অনুমোদন: দুর্ঘটনাপ্রবণ ট্রাফিক সার্কেলে নতুন নিরাপত্তা ব্যবস্থা

        লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক

        "৫জি প্রযুক্তিতে আফ্রিকার ধীরগতি: কভারেজ সীমিত ১.২ শতাংশ"

        "কষ্ট আমারই বেশি": তাহসানের বিদায়ী বার্তায় উঠে এলো কী রহস্য?

        ডেম্বেলের সোনার বল জয়ের মাঝে পিএসজির কান্না

        কাল নিউইয়র্কে: প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে অংশ নেবেন

        প্যালেস্টাইন স্বীকৃতির তালিকায় ১৫৬ নাম, বাংলাদেশের ৩৭ বছরের অটুট বন্ধুত্ব

        আর্জেন্টাইন পর্বতারোহী ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ফুট নিচে পড়ে নিহত

        স্টাইভেসান্ট কেলেঙ্কারি: এক বাংলাদেশি ছেলের হাতে নকলের সাম্রাজ্য

        “যা আমরা কল্পনাও করতে পারছি না, তা ঘটবে আগামী ৫ মাসে”: মান্না

        দক্ষ কর্মী ভিসার জন্য বছরে ১ লাখ ডলার ফি আরোপ

        নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে কী কী পরিবর্তন হয়?

        কর আইনজীবী কর ফাঁকির অভিযোগে সমালোচনার মুখে

        ছবির শুটিংয়ে দুর্ঘটনায় জুনিয়র এনটিআর আহত

        ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ এবার ঘরে বসে দেখা যাবে

        দশ বছর পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম

        ৩০ টাকার পটোল এখন কারওয়ান বাজারে ৭০ টাকায় বিক্রি

        কানাডা ঘোষণা: বাংলাদেশে যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা

        গাজায় নিহত ১৬ জনের মধ্যে ১৫ জন বেসামরিক নাগরিক

শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

১৯৯১ সালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার আড়াই দশক পর এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার স্থাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু গোলচত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মুক্ত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক ড. আব্দুল মান্নান। শনিবার (১৩ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে এই ম্যুরাল উন্মুক্ত করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘আজ এই বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমি খুব কাছ থেকে দেখেছি শেখ মুজিবকে। দেখেছি কিভাবে তিনি শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছেন। আমাদের সকলের উচিত উনার স্মৃতি রক্ষা, চর্চা ও মূল্যায়ন করা।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, আজ দীর্ঘদিনের একটি দাবি ও লালিত স্বপ্ন বাস্তবতার রূপ পেল। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গর্বিত।

ম্যুরালের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান জানান, গত ১৭ জুলাই এর কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকলের সহায়তায় মাত্র ২৭ দিনে এটির কাজ সম্পন্ন হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ১৭ লাখ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ছিল আমাদের প্রাণের দাবি। আজ আমরা গর্বিত, শাবি ছাত্রলীগ আনন্দিত।

তিনি আরো বলেন, ২০০৫ সালে স্থাপিত আবাসিক ছাত্রহলের নাম বঙ্গবন্ধুর নামে নামকরণের কথা থাকলেও তা আজও বাস্তবায়িত হয়নি। নামহীন এই হল এখনও সবার কাছে দ্বিতীয় ছাত্রহল হিসেবেই পরিচিত। আমরা আশা করছি অতি দ্রুত এই হলের নাম কাগজে-কলমে বঙ্গবন্ধু হল হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেল আমিনুল হক ভূঁইয়া বলেন, এটা নিয়েও কাজ হচ্ছে। খুব শিগগিরই কাজ শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাকুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র কল্যাণ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার প্রমুখ।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত