“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
চীনের উদ্দেশ্যে যাত্রা করা ৪৪টি ফ্লাইট স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
চীনের উদ্দেশ্যে যাত্রা করা ৪৪টি ফ্লাইট স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ৪৪টি ফ্লাইট চারটি চীনা কোম্পানির মালিকানাধীন। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিককালে চীন সরকার কর্তৃক মার্কিন বিমান কোম্পানি নিষিদ্ধকরণের কারণেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
পরিবহন বিভাগ জানিয়েছে, জিয়ামেন এয়ারলাইন্সের নির্ধারিত লস এঞ্জেলেস থেকে জিয়ামেন ফ্লাইটের মাধ্যমে ৩০ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ শুরু হবে এবং ২৯ মার্চ পর্যন্ত চলবে।
এই সিদ্ধান্তের ফলে জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কিছু ফ্লাইট স্থগিত করা হবে।
চীনা কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর থেকে ইউনাইটেড এয়ারলাইন্স, ১০ টি আমেরিকান এয়ারলাইন্স এবং ১৪ টি ডেল্টা এয়ার লাইনস ফ্লাইট স্থগিত করেছে। চীনা সরকার জানিয়েছে, উক্ত ফ্লাইটগুলোর কয়েকজন যাত্রী করোনা রোগী হওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন