বাংলাদেশে ২ মাথার শিশুর জন্ম
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুই
মাথাবিশিষ্ট এক শিশুর
জন্ম হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়
ব্রাহ্মণবাড়িয়া শহরের
স্ট্যান্ডার্ড হসপিটাল অব
টোটাল হেলথ্ কেয়ার
ক্লিনিকে এই কন্যাশিশুর
জন্ম হয়।
ব্রাহ্মণবাড়িয়ায়
ফেরদৌসী বেগম (২৬)
নামে এক গৃহবধূ দুই
মাথাবিশিষ্ট কন্যাশিশুর
জন্ম দিয়েছেন।
ফেরদৌসী বেগম হবিগঞ্জ
জেলার মাধবপুর উপেজলার
মনতলা চৌমুহিন এলাকার
মো. জামাল মিয়ার স্ত্রী।
জামাল মিয়া জানান,
বিকেল ৩টার দিকে তিনি
তার সন্তান-সম্ভবা
স্ত্রীকে নিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার
স্ট্যান্ডার্ড হসপিটাল অব
টোটাল হেলথ্ কেয়ার
ক্লিনিকে আসেন। এরপর
সন্ধ্যা সাড়ে ৬টায় সরাইল
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের গাইনি ও
প্রসূতি বিভাগের
কনসালটেন্ট ডা. হালিমা
নাজনীন মিলি
ফেরদৌসীর অস্ত্রোপচার
করে দুই মাথাবিশিষ্ট
শিশুর জন্ম দেন।
এ ব্যাপারে ডা. হালিমা
নাজনীন মিলি বলেন,
আল্ট্রাসনোগ্রাফি
রিপোর্টে ফেরদৌসীর
গর্ভে জমজ সন্তান দেখা
গিয়েছিল। কিন্তু
অস্ত্রোপচার করার পর দুই
মাথাবিশিষ্ট কন্যাশিশুর
জন্ম হয়।
তিনি আরো জানান,
বর্তমানে মা ও শিশু দুজনই
সুস্থ রয়েছে। তাদেরকে
বিশেষজ্ঞ চিকিৎসকের
পর্যবেক্ষণে রাখা
হয়েছে।
শেয়ার করুন