আপডেট :

        ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আজ

        ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার উদ্ধারে আবারো আলোচনায় এলো তুরস্কের ড্রোন

        ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টঃ মোহাম্মদ মোখবার

        প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নাবিল আহমেদের বিরুদ্ধে

        প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নাবিল আহমেদের বিরুদ্ধে

        প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নাবিল আহমেদের বিরুদ্ধে

        ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর নিয়ে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন

        ভারতে পঞ্চম পর্বে রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা

        রাইসির মৃত্যুতে দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

        দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাগেরহাটের ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

        ইরানে বিমান বিধ্বস্ত: দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন এক ঘণ্টা

        ‘মিছিলের টানে’ আসছেন লুৎফর হাসান, জাহিদ আকবর ও সোমেশ্বর অলি

        জাতীয় কবি কাজী নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণী

        ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন

        ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ অর্থমূল্য কোটি টাকা

        নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু

        নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু

        প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জানাজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে

        ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত

        খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের

জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ : ইইউ পার্লামেনেন্টের ট্রেড কমিটির চেয়ারম্যান

জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ : ইইউ পার্লামেনেন্টের ট্রেড কমিটির চেয়ারম্যান

বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সে ক্ষেত্রে রপ্তানিতে জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির চেয়ারম্যান বার্নেড লেগ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হলে বাণিজ্য ক্ষেত্রে জিএসপি প্লাস সুবিধা প্রদান করা হবে। তবে সে ক্ষেত্রে ২৭টি কনভেনশন অনুসরণ করার প্রয়োজন হবে।’

তবে কনভেনশনগুলো সম্পর্কে তিনি সাংবাদিকদের কিছু বলেননি।

ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির এই চেয়ারম্যান আরো বলেন, এলডিসিভুক্ত ৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। বাংলাদেশের উন্নয়নে আমরা খুশি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। ভবিষ্যতে যৌথ আলোচনার মাধ্যমে আরো উন্নয়নে কাজ করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক সেক্টরে বড় ধরনের উন্নতি হয়েছে। কারখানার নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, নিরাপদ কাজের পরিবেশের অনেক উন্নতি হয়েছে। শ্রমিকদের কাজের পরিবেশেরও অনেক অগ্রগতি হয়েছে। এ সেক্টরে গৃহীত পদক্ষেপ সন্তোষজনক।

প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাজারসুবিধা নীতির আলোকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) ইইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার (জিএসপি) সুবিধা পায়। তবে এই জিএসপি হলো অস্ত্র বাদে সব (ইবিএ) পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে আসা প্রতিনিধি দল।

তিনি বলেন, বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রমআইন সংশোধন, নিরাপদ ও কর্মবান্ধব কাজের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে প্রবেশ করলে বাণিজ্য ক্ষেত্রে জিএসপি প্লাস প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল।

এর আগে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ইইউ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, সাউথ এশিয়া ইউরোপিয়ান পার্লামেন্টের চেয়ারম্যান জিয়েন ল্যামবার্ট, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন পিয়েরা মায়াদোন প্রমুখ।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ, ডব্লিউটিওর ডিজি (অতিরিক্ত সচিব) শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, যুগ্ম সচিব (এফটিএ) মুনির চৌধুরীসহ বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত