হোপের দাপটে বাংলাদেশের জয়ের আশা ঝুঁকিতে
ওয়েস্ট ইন্ডিজের হোপ: বাংলাদেশের বিপদের কারণ?
ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছেন। ভারতের বিপক্ষে দিল্লিতে করা সেই সেঞ্চুরি ছিল টেস্ট ক্রিকেটে ২০১৭ সালের পর শাই হোপের প্রথম সেঞ্চুরি। নিজের খেলা সর্বশেষ ওয়ানডেতেও আছে সেঞ্চুরি।
পাকিস্তানের বিপক্ষে গত আগস্টে করেছিলেন অপরাজিত ১২০ রান। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে রান নিয়েই মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক হোপ।
শুধু সাম্প্রতিক ফর্মের কারণেই যে হোপ ভয়ংকর তা নয়। বাংলাদেশের বিপক্ষে এমনিতেই দুর্দান্ত খেলেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। সেটি কতটা তা পরিসংখ্যানই বলে দেয়।
আরও পড়ুন
র্যাঙ্কিং–লড়াইয়ের আগে একই বিন্দুতে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
১৪ ঘণ্টা আগে
র্যাঙ্কিং–লড়াইয়ের আগে একই বিন্দুতে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের মাটিতে হোপ ওয়ানডে খেলেছেন সব মিলিয়ে তিনটি। সেটি ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে। তিন ম্যাচের সেই সিরিজে হোপ করেছিলেন ২৯৭ রান। সিরিজের প্রথম ম্যাচে ৪৩ রানে আউট হওয়ার পর শেষ দুই ম্যাচেই করেন অপরাজিত সেঞ্চুরি।
মিরপুরে সেঞ্চুরির পর হোপ
মিরপুরে সেঞ্চুরির পর হোপএএফপি
মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ১৪৬, সিলেটে শেষ ম্যাচে করেন অপরাজিত ১০৮। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হয়েছিলেন সিরিজ সেরা।
সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা কখনোই হোপকে ততটা বিপদে ফেলতে পারেননি। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৬ ম্যাচে হোপ রান করেছেন ৮৮৪।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন