আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

বাফলার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বাফলার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’। মুক্তিযুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে প্রতিবারের ন্যায় এবারও এই  অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বাফলার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, লেখক, সাংবাদিক, সংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা অংশ নেন। 
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের আহ্বায়ক ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, জাতীয় চার নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।  
তিনি বলেন, যেসব মুক্তিযোদ্ধা তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের জন্য একটি দেশ, একটি লাল-সবুজের পতাকা দিয়ে গেছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার শেষ নেই। তারা দেশটি স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা আমেরিকার মাটিতে এসে নিজেদের একটি স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিতে পারছি। এর চেয়ে গর্বের আর কী হতে পারে? আজকের এই দিনটি তাদের জন্য উৎসর্গকৃত। আমাদের সবার উচিত জীবিত সব মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো। তাদের ঋণ আমরা শোধ করতে পারব না কিন্তু তাদের ভালোভাবে বেঁচে থাকাটা অন্তত আমরা নিশ্চিত করতে পারি। 


বাফলার সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শহিদ আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাফলার সাবেক প্রেসিডেন্ট  শিপার চৌধুরী,  ডা. আবুল হাসেম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বাফলার সাবেক জেনারেল সেক্রেটারি ইলিয়াস শিকদার, সহিত্যিক কানিজ রাশিদা, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু, ক্যালিফোর্নিয়া বিএনপির (একাংশ) সেক্রেটারি বদরুল চৌধুরী শিপলু, কবি হানিফ সিদ্দিকী, বাফলার ভাইস প্রেসিডেন্ট মুর্শেদুল ইসলাম, লে. (অব.) জিয়া, কর্নেল (অব.) ওমর হুদা, জালাবাদের সাবেক প্রেসিডেন্ট মাহতাব আহমদ ও আনন্দমেলার প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আলী প্রমুখ।
শিপর চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আমরা একটি গর্বিত জাতি যে, মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছি। তবে এই ৯ মাসেও আমাদের বিরাট রক্ত-ঘাম্ দিতে হয়েছে। অসংখ্য মা-বোনের ইজ্জত দিতে হয়েছে। অনেক ত্যাগের এই স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। সেই স্বপ্ন ছিল, একটি সুখী-সমৃদ্ধশালী, হানাহানি ও বৈষম্যমুক্ত দেশ। কিন্তু আজ বিজয়ের ৪৭ বছর পরও কি আমরা প্রকৃত বিজয় পেয়েছি? প্রকৃত স্বাধীনত পেয়েছি? মুক্তিযোদ্ধাদের স্বপ্ন কি পূরণ হয়েছে?
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আজ বাংলাদেশ  একটি সংঘাতের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। এই বাংলাদেশ কি বঙ্গবন্ধুও চেয়েছিলেন? এই হানাহানি, বিভেদ-অনৈক্য তো কেউ চায়নি। 
তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেন, একবার বঙ্গবন্ধুর সাথে আওয়ামীলীগের এক বড় নেতার বিরুধ সৃষ্টি হলো, বঙ্গবন্ধু তাকে ডেকে বুকে বুক মিলিয়ে সমস্যা সমাধান করে নিলেন। অথচ আজ সেই বঙ্গবন্ধুর দলের সরকার সামান্য মতের অমিল পেলেই মানুষকে ঘুম করে ফেলছে, খুন করে ফেলছে! এই অবস্থার অবসান জরুরি। 
তিনি বলেন, আমরা প্রবাসীরা সবসময় দেশ নিয়ে ভাবি। দেশে টাকা পাঠাই। সেই টাকায় দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। যেখানে সব দলের-সব মতের মানুষ স্বাধীনভাবে বাস করতে পারবে। তাহলে দেশ এগিয়ে যাবে।
সহিত্যিক কানিজ রাশিদা তাঁর বক্তব্যে বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বর্তমানে যেভাবে ইতিহাসের বিকৃতি হচ্ছে এতে পরবর্তী প্রজন্ম ইতিহাস জানতে পারবে না। নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধে আমাদের পূর্ববর্তীদের বীরত্বের কাহিনী শোনাতে হবে। তাহলে তারা দেশের প্রতি আরও আকৃষ্ট হবে। দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী হবে। 
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কাজী মাশহুরুল হুদা ও হানিফ সিদ্দিকী।
গান পরিবেশন করেন উপমা সাহা ও বাফলার সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শহিদ আলম।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত